শিরোনাম
◈ এলডিসি উত্তরণ পর্যালোচনা: জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁধা উপেক্ষা করে নারী এবং শিশু ধর্ষণের প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

শাহানুজ্জামান টিটু: [২] সিলেটের এমসি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী পৈশাচিক নারী এবং শিশু ধর্ষণের প্রতিবাদে এবং আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবে করেছে দলটি। ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি

[৩] বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ করে। ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে হামলা করে পুলিশ। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হকসহ অন্তত পাঁচজন আহত হন। সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ ভবনের সামনে প্রতিবাদ সভা করার জন্য অবস্থান নেয় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ানোর পরপরই সদর মডেল থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হামলা চালায়।

[৪] জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা করার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পুলিশ এসে মারমুখী হয়ে আমাদের ওপর আক্রমণ করে।

[৫] এছাড়া সমাবেশ ও মানবন্ধন করেছে, ফরিদপুর, সাতক্ষীরা, ঝিনাইদহা, নোয়াখালী, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিলেট জেলা ও মহানগর, বগুড়া, গাজীপুর জেলা ও মহানগর, জামালপুর, বরিশাল, ময়মনসিংহ, গাইবান্ধা, নেত্রকোনা, রাজশাহী, ফেনী, রংপুর, নারায়ণগঞ্জ, নাটোর বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়