কূটনৈতিক প্রতিবেদক: [২] নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত এ মন্তব্য করে বলেছেন, আমাদের সামরিক বাহিনীর যতটুকু সামর্থ্য আছে, তাতে আমি মনে করি ইউ ক্যান উইথ স্ট্যান্ড মিয়ানমার। তবে বাস্তবতাও দেখতে হবে।
[৩] আমাদের ওয়ান-টু-ওয়ান শক্তির কথা যদি বলি, সংখ্যাতত্ত্বের শক্তির কথা যদি বলি, ইক্যুপমেন্টের শক্তির কথা যদি বলি এর বাইরেও আমাদের সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটি হলো আমাদের ডেপথ অব দ্য কান্ট্রি, আমাদের জিওস্ট্যাটিক লোকেশন।
[৪] বুধবার ‘সারাবাংলা ফোকাস’ অনুষ্ঠানে তিনি বলেন, সংঘাত ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান আসবে না। বাংলাদেশও যে মিয়ানমারের বিভিন্ন অপকর্মের জবাব দিতে পারে, সেরকম কিছু সামর্থ্যের প্রয়োগ দেখাতে হবে। মিয়ানমার একটি জেনোসাইডাল স্টেট। মিয়ামারের জন্মলগ্ন থেকেই তারা এমন।
[৫] বৈশ্বিক যে মানচিত্র তাতে মিয়ানমার খুব গুরুত্বপূর্ণ স্থানে উল্লেখ করে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, মিয়ানমারের সঙ্গে চীনের প্রাচীন সম্পর্ক। জিও পলিটিক্যালি বর্তমান বিশ্বে যে পরিবর্তন হচ্ছে, সেখানে বাংলাদেশ মিয়ানমারের মতো সমান গুরুত্বপূর্ণ নয়। তাই জিও-স্ট্যাটিক লোকেশনে আমরা হ্যান্ডিক্যাপড হয়ে আছি।
[৬] মিয়ানমারে ভারত রিফাইনারি স্থাপন বিষয়ে ৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। মিয়ানমারের উন্নয়নে চীন ৭০ শতাংশ বিনিয়োগ করছে। কোনো দেশই তার জাতীয় স্বার্থের বাইরে যাবে না। তাই তাদের কাছে বড় কিছু আশা করা ঠিক না। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু