শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি চালাতে হবে: এম সাখাওয়াত

কূটনৈতিক প্রতিবেদক: [২] নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত এ মন্তব্য করে বলেছেন, আমাদের সামরিক বাহিনীর যতটুকু সামর্থ্য আছে, তাতে আমি মনে করি ইউ ক্যান উইথ স্ট্যান্ড মিয়ানমার। তবে বাস্তবতাও দেখতে হবে।

[৩] আমাদের ওয়ান-টু-ওয়ান শক্তির কথা যদি বলি, সংখ্যাতত্ত্বের শক্তির কথা যদি বলি, ইক্যুপমেন্টের শক্তির কথা যদি বলি এর বাইরেও আমাদের সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটি হলো আমাদের ডেপথ অব দ্য কান্ট্রি, আমাদের জিওস্ট্যাটিক লোকেশন।

[৪] বুধবার ‘সারাবাংলা ফোকাস’ অনুষ্ঠানে তিনি বলেন, সংঘাত ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান আসবে না। বাংলাদেশও যে মিয়ানমারের বিভিন্ন অপকর্মের জবাব দিতে পারে, সেরকম কিছু সামর্থ্যের প্রয়োগ দেখাতে হবে। মিয়ানমার একটি জেনোসাইডাল স্টেট। মিয়ামারের জন্মলগ্ন থেকেই তারা এমন।

[৫] বৈশ্বিক যে মানচিত্র তাতে মিয়ানমার খুব গুরুত্বপূর্ণ স্থানে উল্লেখ করে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, মিয়ানমারের সঙ্গে চীনের প্রাচীন সম্পর্ক। জিও পলিটিক্যালি বর্তমান বিশ্বে যে পরিবর্তন হচ্ছে, সেখানে বাংলাদেশ মিয়ানমারের মতো সমান গুরুত্বপূর্ণ নয়। তাই জিও-স্ট্যাটিক লোকেশনে আমরা হ্যান্ডিক্যাপড হয়ে আছি।

[৬] মিয়ানমারে ভারত রিফাইনারি স্থাপন বিষয়ে ৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। মিয়ানমারের উন্নয়নে চীন ৭০ শতাংশ বিনিয়োগ করছে। কোনো দেশই তার জাতীয় স্বার্থের বাইরে যাবে না। তাই তাদের কাছে বড় কিছু আশা করা ঠিক না। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়