শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক নানামুখী কার্যক্রম

মনিরুজ্জামান: [২] মা ইলিশ রক্ষা কার্যক্রম-২০২০ সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নানামূখী কার্যক্রম গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় জেলে, মাছ ব্যবসায়ী,ক্রেতাদের সচেতন করার জন্য বিভিন্ন বাজার,মাছঘাট এলাকায় প্রচার প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছেন ।

[৩] এ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের মিলনকেন্দ্র জয়া বাজার ও মাছ বাজারে অনুষ্ঠিত হল সচেতনতামূলক সভা।

[৪] অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এ,এফ,এমন নাজমুস সালেহীন এর সভাপতিত্বে ওই সচেতনামূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান।

[৫] এ সময় তিনি বলেন,প্রজনন মৌসুমে ডিম ছাড়ার জন্য ইলিশ সমুদ্র থেকে দলবেঁধে বড় নদীতে পাড়ি জমায় ইলিশের দল।নদীর পছন্দসই স্থানে ডিম ছেড়ে আবার চলা শুরু হয়ে সমুদ্রের অভিমুখে। তিনি আরো বলেন, ২৫ থেকে ৫৫ সেঃ আমি আকারের একটি ইলিশ আনুপাতিক হারে দশমিক ১ থেকে ২ মিলিয়ন ডিম ছাড়তে সক্ষম।তাই ইলিশের প্রজনন সুরক্ষা ও বৃদ্ধিতে
নিষিদ্ধকালীন সময়ে আপনারা সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

[৬] এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মেম্বার, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ নসু, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম বর্দার এবং ইউনিয়নের জেলেরা।

[৭] উল্লেখ্য আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয়, পরিবহন, বাজারজাতকরণ, বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে ১৭২ টি উপজেলার সকল নদীতে সকল ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়