শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা কিশোরী আটক

ডেস্ক রিপোর্ট: মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছেন এক রোহিঙ্গা কিশোরী। বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কর্মকর্তারা তাকে আটক করে। পরে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গা কিশোরী নিজেকে ফাতেমা ইয়াসমিন পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন। ঠিকানায় লিখেন তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট সোনাগাজী তালুকদার বাড়ির মঈন উদ্দিন আহমেদের মেয়ে। মায়ের নাম সাবিনা ইয়াসমিন উল্লেখ করেন।

মো. আবু সাঈদ বলেন, ‘আবেদন ফরম জমা দেওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে ওই কিশোরীকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়। কিন্তু সে সঠিকভাবে তার ঠিকানা বলতে পারেননি। পরে আমরা ওই কিশোরীর আঙুলের ছাপ নেই। সেই ছাপ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত একজনের ছাপের সঙ্গে মিলে যায়। এরপর আমরা তার আসল পরিচয় নিশ্চিত হই। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেও স্বীকার করে তার প্রকৃত পরিচয়। তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়