শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর শার্শায় গৃহপরিচালিকাকে ধর্ষণের অ‌ভিযোগে যুবক গ্রেপ্তার

র‌হিদুল খান: [২] শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণের অভিযোগে আবির হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

[৩] গ্রেপ্তার আবির শার্শা ইউনিয়নের নাভারনে অবস্থিত মৌলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজি এনামুলের ছেলে।

[৪] থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে, উপজেলার নাভারনের সাতক্ষীরা মোড়ে ধর্ষকের বাড়িতে গৃহপরিচালিকার কাজ করতেন ওই নারী। গত তিন মাস ধরে গৃহকর্তার ছেলে তাকে নানা প্রলোভনে ধর্ষণ করে আসছিলো। প্রতিবাদ করলে আবির তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে শুরু করে। পরে খবরটি গৃহপরিচালিকার পরিবারের কাছে পৌঁছালে ওই বাসা থেকে তাকে নিয়ে আসেন তার ফুফু। ফুফু ও ধর্ষিতা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে ইউপি সদস্য থানায় গিয়ে পুলিশের সহযোগিতা নিতে বলেন। সেই অনুযায়ী মঙ্গলবার শার্শা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ করেন ওই গৃহপরিচালিকা। তার পরই ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, মঙ্গলবার দুপুরে ওই গৃহপরিচারিকা থানায় ধর্ষণের মামলা করেছেন। পরে এ বিষয়ে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়ার পরই সন্ধ্যায় অভিযুক্ত আবির হোসেনকে নাভারনের সাতক্ষীরা মোড় থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

[৬] আলামত পরীক্ষার জন্য বুধবার সকালে ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরে আদালতে জবানবন্দি গ্রহণ করা হবে বলে জানান ওসি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়