শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণা করে ছিনতাই, পুলিশের হাতে আটক তিনজন

রাজু চৌধুরী : [২] সিএমপির চকবাজার থানার অভিযানে ছিনতাইকালে প্রতারক চক্রের সক্রিয় ০৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

[৩] মঙ্গলবার ৬ অক্টোবর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, সোমবার রাতে চট্টগ্রামের চকবাজার থানাধীন গোয়াছিবাগান সংলগ্ন এলাকা হতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় প্রতারক চক্রের সক্রিয় ০৩ সদস্য মোঃ নুরুল ইসলাম (৩৩), কামাল উদ্দিন (২৮) এবং মোছাঃ রিফাকে(২০) ছিনতাইকৃত মালামাল এক জোড়া স্বর্নের কানের দুল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি স্টীলের ধারালো টিপ ছোড়া এবং ০১ টি সিএনজি সহ গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের সদস্যরা ভিকটিম ফাতেমাকে নকল স্বর্নের বার বিক্রির প্রলোভন দেখিয়ে ভিকটিমের কাছ থেকে আসল স্বর্নের কানের দুল হাতিয়ে নেয় বলে স্বীকার করে।

[৪] ও সি রুহুল আমিন আরও জানান, ফাতেমাকে জোরপূর্বক চকবাজার থানাধীন কাপাসগোলা ব্রীজের কাছে নামিয়ে দিলে তখন ফাতেমার চিৎকারে উপস্থিত চকবাজার থানা পুলিশ সিএনজি এর পিছনে ধাওয়া করে গোয়াছিবাগান এর সামনে হইতে ছিনতাই কাজে ব্যবহৃত চট্ট মেট্রো-থ-১২-৩২৪০ নম্বরের সিএনজি আটক করে সিএনজিতে থাকা তিন জন আসামীকে গ্রেফতার করে আসামী মোছাঃ রিফা (২০) এর নিকট হইতে ফাতেমার ব্যবহৃত স্বর্ণের কানের দুল, ছিনতাইকাজে ব্যবহৃত একটি স্টীলের ধারালো টিপ ছোরা এবং আসামী কামাল উদ্দিনের চালিত চট্ট মেট্রো-থ-১২-৩২৪০ নম্বরের সিএনজি টি উদ্ধার করে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চকবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়