শিরোনাম
◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধবার সম্ভ্রমের মূল্য ৬০ হাজার টাকা

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া এক বিধবাকে (৩৫) একাধিকবার ধর্ষণ করেছে খোকা মিয়া (৩০) নামে এক যুবক। এ ঘটনায় গ্রাম্য সালিসে ধর্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদ। সোমবার রাতে বন্দরের দড়িসোনাকান্দা এলাকায় কাউন্সিলর তার নিজ বাসভবনে সালিসে বসে এ রায় ঘোষণা করেন। জরিমানার টাকা এক মাসের মধ্যে পরিশোধের সময় নির্ধারণ করে ধর্ষিতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখেন সালিসে উপস্থিত মাতব্বরা। কালের কণ্ঠ

এলাকাবাসীরা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের দড়িসোনাকান্দা এলাকার ৩ সন্তানের জননী বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বাড়িওয়ালার ছেলে খোকা মিয়া। একপর্যায়ে রবিবার রাতে বিধবার ইচ্ছার বিরুদ্ধে আবারো ধর্ষণ করে খোকা। ওই বিধবা নারী রাতেই ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে নাসিকের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের শরণাপন্ন হন ধর্ষক খোকা মিয়ার মা।

সোমবার রাতে নারী কাউন্সিলর শিউলি নওশাদ তার বাসভবনে সালিস-বিচারের আয়োজন করেন। সালিসে কাউন্সিলর শিউলি নওশাদ ধর্ষক খোকাকে ৬০ হাজার জরিমানা ধার্য করে রায় ঘোষণা করেন।

ধর্ষিতা ওই নারী জানান, এই বাড়িতে ভাড়া আসার পর থেকেই বাড়িওলার ছেলে খোকা আমাকে বিরক্ত করত। একপর্যায়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিয়ে নিয়ে টালবাহানা করায় শারীরিক সম্পর্ক বন্ধ থাকে। রবিবার রাতে জোরপূর্বক ধর্ষণ করে খোকা। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়। সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে বসে বিচার-সালিসে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এক মাস পর টাকা দেওয়ার কথা বলা হলেও আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয় মাতব্বরা।

কাউন্সিলর শিউলি নওশাদের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, আমি সালিস করি নাই। পঞ্চায়েতের লোকজন করছে। তবে আমার বাসায় সালিসটা হয়েছে। পঞ্চায়েতের কারা উপস্থিত ছিল- এ প্রশ্ন করতেই তিনি ব্যস্ততা দেখিয়ে বলেন, ভাই আমি একটু পর আপনাকে ফোন দিচ্ছি। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আর ফোন দেননি।

বন্দর থানার ওসি মো. ফখরুদ্দিন ভূঁইয়া জানান, বিধবা নারীকে ধর্ষণের ঘটনা আমার জানা নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়