সাবেত আহমেদ: [২] দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি ও নারীদের সুরক্ষা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা।
[৩] মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
[৪] এসময় নারী নিরাপত্তা নিশ্চিত করুণ, আর কতকাল ঘরে থাকবি তোর বোন মরলে শুনতে পাবি, এ্যাম আই নেক্সস্ট? রিয়েল ম্যান ডোন্ট রেফ এমন সব ধর্ষণ বিরোধী প্লা-কার্ড প্রদর্শণ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
[৫] মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী পূজা কর্মকার, সপ্তর্শী বিশ্বাস, হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী রিফাত তামান্না মৌ, এম এইচ খান ডিগ্রি কলেজের শিক্ষার্থী জিনিয়াতুন রুবাইয়াসহ আরো অনেকে।
[৬] বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজ থেকে ধর্ষণকে নির্মূল করতে সরকারকে আরো কঠোর হতে হবে এবং ধর্ষকের শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক ও নারী নির্যাতনকারী যেন রক্ষা না পায় তার ব্যবস্থা সরকারকেই করতে হবে।
[৭] পরে শিক্ষার্থীরা গোপালগঞ্জ জেলার নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। সম্পাদনা: হ্যাপি