শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় বিএনপির তদন্ত শুরু

শাহানুজ্জামান টিটু: [২] ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে বিএনপি। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গঠিত এক সদস্যের কমিটির কাছে ভূক্তভোগিরা সাক্ষ্য দিয়েছেন। সোমবার সকাল ১২টা থেকে একটানা পাঁচ ঘন্টা এ কার্যক্রম চলে। মঙ্গলবারও স্বাক্ষ্য নেওয়া হবে বলে জানা গেছে।

[৩] ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনে বিএনপির নয়জন মনোনয়ন প্রত্যাশী। গত ১১ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডে স্বাক্ষাৎকার অনুষ্ঠানের দিন ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক কফিলউদ্দিন আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কফিলউদ্দিনের ১৭ জন সমর্থক আহত হন। যার মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ব্যক্তিগত গানম্যান হিসেবে পরিচিত একজন বয়োজ্যেষ্ঠকে পিটিয়ে আহত করার ঘটনায় ক্ষুব্ধ দলটির নেতাকর্মীরা।

[৪] সংঘর্ষের এ ঘটনাকে কেন্দ্র করে এই আসনের সাতজন মনোনয়ন প্রত্যাশী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন করেন। এস এম জাহাঙ্গীরের আপন শ্যালক যিনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত; তার বিরুদ্ধে প্রথম আক্রমণের ছবি ও ভিডিও ফুটেজ সরবরাহ করা হয়।

[৫] সংঘর্ষের ২১দিন পর গত শুক্রবার দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে দিয়ে এক সদস্যের তদন্ত টিম গঠন করে বিএনপি। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে প্রকৃত দোষিকে চিহ্নিত করে দলের সিনিয়র নেতারা এই আসনে মনোনয়ন দিতে চাইছেন।

[৬] এ বিষয়ে খায়রুল কবির খোকন জানান, তিনি নিরপেক্ষভাবে ঘটনার প্রকৃত তথ্য তুলে আনার চেষ্টা করছেন। খুব শিগগির তিনি তার উপর অর্পিত দায়িত্ব সমাপ্ত করতে পারবেন বলে আশাবাদী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়