শিরোনাম
◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া ক্রিকেট থেকে আমি এখনও অবসর নেইনি: মাশরাফি

স্পোর্টস ডেস্ক : [২] আসন্ন কর্পোরেট লিগ দিয়ে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন মাশরাফি বিন মুর্তজা। রবিবার (৪ অক্টোবর) নিজেই এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

[৩] গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাশরাফির অবসর নিয়ে গুঞ্জন চলে আসছে। তবে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার কখনো এই ব্যাপারে সরাসরি কিছু বলেননি। কর্পোরেট লিগ দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফেরার অপেক্ষায় থাকা মাশরাফি নতুন করে মনে করিয়ে দিলেন এখনও বাতিলের খাতায় নাম লেখাননি তিনি।

[৪] মাশরাফি বলেছেন, অবশ্যই আমি খেলবো (কর্পোরেট লিগ)। নান্নু ভাই (প্রধান নির্বাচক) আমাকে ডেকেছেন এবং আমি তাকে অনুরোধ করেছি আমাকে কর্পোরেট লিগে যুক্ত করতে কারণ আমি সেখানে খেলতে চাই। শুধু টি-টোয়েন্টিতে নয়, আমি ওয়ানডে ম্যাচেও খেলতে চাই। আমি চার দিনের ম্যাচও খেলবো কারণ আমি এখনও অবসর নেইনি।

[৫] কর্পোরেট লিগে খেলার ইচ্ছা থাকলেও ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ত্রিদলীয় ক্রিকেট টুর্নামেন্ট থেকে এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন মাশরাফি। মূলত ম্যাচ ফিটনেস ভালো না থাকায় এই সিদ্ধান্ত নেন তিনি।

[৬] কিছুদিন আগেই করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন টাইগার এই ক্রিকেটার। তার উপর গত মার্চের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেননি তিনি। অনুশিলনেও তেমন দেখা যায়নি তাকে। সেকারণে এখনই ক্রিকেটে ফেরার লক্ষ্য নেই মাশরাফির। তিনি বলেন, আমি যেখানেই সুযোগ পাই সেখানেই খেলবো। কিন্তু এর আগে আমাকে প্রস্তুতি নিতে হবে।

[৭] কর্পোরেট লিগ শুরু হতে এখনও এক মাসের অধিক সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে নিজের ফিটনেস নিয়ে কাজ করবেন মাশরাফি বলে জানিয়েছেন। একই সঙ্গে বোলিং অনুশীলনও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তার। সবমিলিয়ে পূর্ণ প্রস্তুত হয়েই খেলতে নামার ইচ্ছা সাবেক ওয়ানডে দলপতির।

[৮] মাশরাফি বলেন, এক মাসের বেশি সময় রয়েছে কর্পোরেট লিগ শুরু হতে এবং আমি মনে করি এই সময়টি পর্যাপ্ত আমার ফিটনেস ফিরে পেতে। প্রথমে আমি আমার ফিটনেস নিয়ে কাজ করবো এবং এরপর বোলিং নিয়ে কাজ শুরু করবো। যেহেতু আমি একজন ক্রিকেটার, তাই আমাকেই সবকিছু পরিকল্পনা করতে হবে। আমি খেলতে পারবো যদি বিসিবি আমাকে সুযোগ দেয়। আমাকে প্রস্তুতি শুরু করতে হবে।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়