শিরোনাম
◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ উইকেটে জিতলো ধোনির চেন্নাই

রাহুল রাজ : [২] আইপিএলের চলতি আসরের প্রথম ১০ উইকেটের জয় তুলে নিলো চেন্নাই সুপার কিংস। রোববার (৪ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেট তারা ১৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে।

[৩] আইপিএলের ইতিহাসে এটি দ্বাদশ ১০ উইকেটের জয়। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে কেবল ২০১১ ও ২০১৪ সালে কোনো দল ১০ উইকেটে জয় পায়নি। এ ছাড়া প্রত্যেক আসরেই ছিল বড় এই জয়। অবশ্য ২০১৩ সালে চেন্নাই মোহালিতে এই পাঞ্জাবকেই ১০ উইকেটে হারিয়েছিল আরো একবার।

[৪] রোববার পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলা সম্ভব হয়েছে চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেট ওয়াটসন ও ফাপ ডু প্লেসিসের ব্যাটে ভর করে। ওয়াটসন ৫৩ বলে ১১টি চার ও ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন। আর ডু প্লেসিস ৫৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৭ রানে অপরাজিত থাকেন।

[৫] তার আগে পাঞ্জাবের ১৭৮ রানের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন লোকেশ রাহুল। তিনি ৫২ বলে ৭ চার ও ১ ছক্কায় এই রান করেন। এ ছাড়া নিকোলাস পুরান ৩৩, মানদীপ সিং ২৭ ও মায়াঙ্ক আগারওয়াল ২৬ রান করেন। বল হাতে চেন্নাইর শার্দুল ঠাকুর দুটি উইকেট নেন।

[৬] চেন্নাই সুপার কিংসের এটি তৃতীয় জয়। অন্যদিকে পাঞ্জাবের পঞ্চম হার।
ম্যাচ সেরা নির্বাচিত হয় : শেন ওয়াস্টন

  • সর্বশেষ
  • জনপ্রিয়