শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ উইকেটে জিতলো ধোনির চেন্নাই

রাহুল রাজ : [২] আইপিএলের চলতি আসরের প্রথম ১০ উইকেটের জয় তুলে নিলো চেন্নাই সুপার কিংস। রোববার (৪ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেট তারা ১৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে।

[৩] আইপিএলের ইতিহাসে এটি দ্বাদশ ১০ উইকেটের জয়। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে কেবল ২০১১ ও ২০১৪ সালে কোনো দল ১০ উইকেটে জয় পায়নি। এ ছাড়া প্রত্যেক আসরেই ছিল বড় এই জয়। অবশ্য ২০১৩ সালে চেন্নাই মোহালিতে এই পাঞ্জাবকেই ১০ উইকেটে হারিয়েছিল আরো একবার।

[৪] রোববার পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলা সম্ভব হয়েছে চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেট ওয়াটসন ও ফাপ ডু প্লেসিসের ব্যাটে ভর করে। ওয়াটসন ৫৩ বলে ১১টি চার ও ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন। আর ডু প্লেসিস ৫৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৭ রানে অপরাজিত থাকেন।

[৫] তার আগে পাঞ্জাবের ১৭৮ রানের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন লোকেশ রাহুল। তিনি ৫২ বলে ৭ চার ও ১ ছক্কায় এই রান করেন। এ ছাড়া নিকোলাস পুরান ৩৩, মানদীপ সিং ২৭ ও মায়াঙ্ক আগারওয়াল ২৬ রান করেন। বল হাতে চেন্নাইর শার্দুল ঠাকুর দুটি উইকেট নেন।

[৬] চেন্নাই সুপার কিংসের এটি তৃতীয় জয়। অন্যদিকে পাঞ্জাবের পঞ্চম হার।
ম্যাচ সেরা নির্বাচিত হয় : শেন ওয়াস্টন

  • সর্বশেষ
  • জনপ্রিয়