মাহবুবুর রহমান: [৩] ওই গৃহবধূ ছিলেন বেগমগঞ্জের একলাশপুরে বাবার বাড়ীতে, ২ সেপ্টেম্বর সেখানেই হামলা চালায় বখাটেরা। টানা ৩২ দিন বখাটেরা ওই পরিবারকে অবরুদ্ধ করে রাখে, ফলে কেউ কিছু জানতে পারেনি। গৃহবধূকে নির্যাতনের ভিডিও রোববার ফেসবুকে ভাইরাল হয়। তখন সবাই বিষয়টি জানতে পারে।
[৪] এসপি আলমগীর হোসেন জানান, পুলিশ নির্যাতিতাকে তার বাবার বাড়ি থেকে সন্ধ্যায় উদ্ধার করেছে। তিনি ৯ জনকে আসামী করে মামলা করেছেন। পুলিশ বিকেলেই গ্রেপ্তার করেছে আব্দুর রহিমকে (২৭) নামের এক অভিযুক্তকে। সে একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের হাড়িধন বাড়ির বাসিন্দা। রাতে ধরা পড়েছে একই এলাকার মোহর আলী মুন্সি বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহ (৪১)। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের পাঁচটি ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে।
[৫] স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর বিয়ে হয় বছর তিনেক আগে। স্বামী তাকে রেখে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করতে থাকে। দীর্ঘদিন স্বামীর কোনো যোগাযোগ ছিল না। গত ২ সেপ্টেম্বর রাতে স্বামী তার সঙ্গে দেখা করতে আসে। মাদক ব্যবসায়ী দেলোয়ার বিষয়টি জানতে পেরে তার লোকজন নিয়ে রাত ১০টার দিকে গৃহবধূর ঘরে প্রবেশ করে 'অনৈতিক' কাজের অভিযোগ এনে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তারা।সম্পাদনা: সালেহ্ বিপ্লব