মাছুম বিল্লাহ: [২] রোববার থেকে চালু হওয়া বিমান বাংলাদেশের সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইটের সুবিধা নিতে চায় তারা। ভৌগলিক কারণে সিলেটের পাশে থাকা ভারতে আসাম ও মেঘালয়ের মানুষদের জন্য এই ফ্লাইটে চলাচলে অর্থ ও সময় সাশ্রয় হবে। এই রুটে লন্ডন যাতয়াতে ত্রিপুরা, মিজোরাম ও মনিপুর রাজ্যের মানুষদের জন্যও সুবিধা হবে বলে তারা জানিয়েছে।
[৩] আসামের করিমগঞ্জের আব্দুল হক লস্কর নামের লন্ডন প্রবাসী আমাদের নতুন সময়কে মুঠোফেনে জানান, আসামের বরাক উপত্যকার অনেক মানুষই ব্রিটেনে বসবাস করেন। দিল্লি অথবা মুম্বাই হয়ে সেখানে আমাদের যাতায়াত করতে হয়। সিলেট-লন্ডন রুটে ফ্লাইট চলাচল শুরু হওয়ায় আমাদের জন্য সুখবর। সিলেট আমাদের অতি নিকটে। শুধু বাংলাদেশের ভিসা নিয়ে সীমান্ত পার হলেও সিলেটে যেত পারবো। ফলে আমাদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে।
[৪] গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তারভীর মনসুর বলেন, আমাদের সিলেটের পাশ^বর্তী ভারতের আসাম ও মেঘালয়ের মানুষদের মধ্যে জন্য বিমান বাংলাদেশের এই ফ্লাইটটির বিষয়ে আগ্রহ রয়েছে।
[৫] তিনি বলেন, আসামের বরাক উপত্যকা ও মেঘালয়ে অনেক প্রবাসী রয়েছে, যারা নিয়মিত লন্ডন চলাচল করে। এই রুটে চলাচলকারীদের জন্য ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আরও সহজ করছি। আমরা একদিনের মধ্যে ভিসা দেওয়ার চিন্তা করছি।
সম্পাদনা: বাশার নূরু