রাশিদুল ইসলাম : [২] আগামী বছরের শুরুতেই ভারতে প্রথম কোভিড ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। তিনি জানিয়েছেন একটি ফরম্যাট তৈরি হচ্ছে যেখানে রাজ্যগুলি অগ্রাধিকারের ভিত্তিতে জনসংখ্যার তালিকা জমা দিতে পারে। টাইমস অব ইন্ডিয়া
[৩] সাধারণত স্বাস্থ্যকর্মী, ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষ ও যাদের শারীরিক অবস্থা খারাপ তাদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া দেয়া হবে। একটা রূপরেখা তৈরি হবে। অবশ্য বিদেশ থেকে কোনও ভ্যাকসিন এলে আগে তা আইসিএমআর ভাল করে খতিয়ে দেখবে বলেই জানিয়েছেন ডক্টর হর্ষ বর্ধন।
[৪] ভারতের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রথমে ৪০ থেকে ৫০ কোটি ডোজ অন্তত ২০ থেকে ২৫ কোটি ভারতীয় নাগরিকের শরীরে দেয়া হবে। ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এই কাজ হয়ে যাবে। অবশ্য এই ভ্যাকসিনের ট্রায়াল এখনও বিভিন্ন পর্যায়ে রয়েছে।
[৫] ভারত ভ্যাকসিন কিনতে আনুমানিক ৮০ হাজার কোটি টাকা সংগ্রহে বিশ্বব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক থেকে ১৫ হাজার কোটি টাকা ঋণ জোগার করতে পেরেছে। তবে ভারত কোনও ফিনান্সিয়াল এজেন্সির অর্থের উপর নির্ভর করছে না।
[৬] ভারতে ভ্যাকসিন ঠিকভাবে পৌঁছে দিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়, নীতি আয়োগ ও ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের কর্মকর্তারা একটি কমিটিতে কাজ করছে। এ কমিটি ভ্যাকসিনের সরবরাহের দিকে খেয়াল রাখবে।