ডেস্ক নিউজ: [২] এ তিন জেলায় এখনও পানিবন্দি লক্ষাধিক মানুষ। গাইবান্ধায় বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ চরমে উঠেছে। করতোয়ার পানি বেড়ে ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়ক ডুবে যাওয়ায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর রুটে ৫ দিন ধরে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। এখনও পানিবন্দি গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাঘাটার নদী তীরবর্তী এলাকার অন্তত ৬০ হাজার মানুষ। জেলার ৫ম দফা এই বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সূত্র: ডিবিসি নিউজ
[৩] রাজশাহীর আত্রাইয়ের শাখা ফকিন্নী নদী, বারনই ও শিব নদীর পানি কমতে থাকায় বাগমারার বেশ কিছু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, এখনও পানিবন্দি উপজেলার কয়েক হাজার মানুষ। পুরোপুরি পানি নামতে আরো দুই-তিনদিন সময় লাগবে বলে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। টানা বৃষ্টি ও নদীর পানি বাড়ায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ডুবে যায় এসব এলাকার ফসলি জমি, সড়ক ও পুকুর।
[৪] এদিকে নাটোরের সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি কমলেও বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয় থেকে পানি নেমে যাওয়া ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। তবে, কয়েক দিন ডুবে থাকায় রয়েছে ঘর ধ্বসে পড়ার শঙ্কা। সম্পাদনা: জেরিন আহমেদ