নূর মোহাম্মদ : [২] বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার ডেথরেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে।রোববার বরগুনা কোর্টের কর্মকর্তা জাহাঙ্গীর পিকু মামলার বিভিন্ন নথিসহ ডেথরেফারেন্স নিয়ে আসেন।
[৩] এদিকে বিচারিক অাদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে ঢাকা এসেছেন মৃত্যদণ্ড প্রাপ্ত মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর। আজ তিনিও আপিল করতে পারেন বলে জানা গেছে।
[৪] এর আগে গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাস দেন আদালত।
[৫] ফাঁসির দণ্ডপ্রাপ্তরা অপর আসামিরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মো. হাসান।