শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বি এম কামরুল হাসান : ভিনদেশি সহকর্মীদের কাছে যে আর মান সম্মান রইলো না !

দেশে নতুন কিছু তৈরী হচ্ছে শুনলেই প্রবাসীরা আনন্দে উদ্বেলিত হয় । আমিও তার ব্যতিক্রম নই। দেশে এখন উন্নতমানের পিপিই তৈরি হচ্ছে । গাড়ি তৈরি হচ্ছে । আগামী বছরের মধ্যে আমরা উড়োজাহাজ বানানো শুরু করছি । এসব খবর মন ভালো করে দেয় । বুঝতে পারি দেশ এগিয়ে যাচ্ছে । প্রবাসীদের শ্রম, কষ্টের ঘাম, রেমিট্যান্স- এসব বৃথা যাচ্ছে না । মে মাসের শুরুতে শুনলাম- এন৯৫ এর সমপর্যায়ের মাস্ক দেশে তৈরী হবে । দাম হবে আমদানি মূল্যের অর্ধেক । হৃদয়ে প্রশান্তির ছোঁয়া অনুভব করলাম । এন৯৫ ? তাও আবার দেশে তৈরী হবে ? উন্নত বিশ্বেই যেটি দুর্লভ । সত্যিই গর্বের বিষয় । গর্ব করে ভিনদেশি সহকর্মীদের বলেছিলাম ۔ তোমরা আগামিতে এন৯৫ মাস্ক বাংলাদেশ থেকে আমদানি করতে পারবে ।

একটু পেছন ফিরে তাকানো যাক । এ বছরের মার্চে দেশে প্রথম কোভিড রোগী সনাক্ত হয় । এপ্রিল মাসে জানা যায়, এন৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনা । আঙ্গুল তোলা হয় সরবরাহকারী প্রতিষ্ঠান জেএমআই এর দিকে । এন৯৫ এর মোড়কে সাধারণ মাস্ক । জানাজানি হয়ে গেলো । যারা জানালো তারা পেলো বদলির আদেশ, নয়তো কারণ দর্শানোর নোটিস । সোশ্যাল মিডিয়া সোচ্চার হলো । শেষমেশ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ । একটি লাইভ অনুষ্ঠানে তাঁর অসন্তোষ প্রকাশ । তারপর সবাই নড়েচড়ে বসলো । এই নড়াচড়ার মধ্যেই কারো কারো হুমকি, আত্মপক্ষ সমর্থন জাতি প্রত্যক্ষ করলো ।

প্রশ্ন উঠলো- কেন এমনটি হলো ? জেএমআই বললো ভুল হয়ে গেছে, মাফ চাই । তারপর আবারো প্রশ্ন, এন৯৫ মোড়ক আপনার ফ্যাক্টরিতে কেন ? উত্তর এল- আমরা পরীক্ষামূলকভাবে বানাচ্ছি । বানাচ্ছেন কেএন৯৫, মোড়কে এন৯৫ কেন ? এসব কথাবার্তা চালাচালির ভেতর মে মাসের প্রথম সপ্তাহে খবর এল, জেএমআই চীনের সহযোগিতায় এবার সত্যি সত্যি কেএন৯৫ মাস্ক বানাচ্ছে । প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তি জানালেন, উৎপাদন শুরু হয়েছে, কাজ প্রায় শেষ পর্যায়ে । কিছু পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়াতে ফলাও করে প্রচার হলো । কিছু রিপোর্ট ছিল অতিরঞ্জিত, ফরমায়েশি ধরণের। তবুও আমরা আশায় বুক বাঁধলাম ।

কোভিড ক্রাইসিস এখন কমতির দিকে। ডেডিকেটেড হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এন৯৫ মাস্কের চাহিদা কমে আসছে। প্রতিশ্রুতির পর প্রায় পাঁচ মাস হয়ে গেলো । বাজারে দেশি কেএন৯৫ এর কোনো খবর নেই । তবে কি সেটা ভাওতাবাজি ছিল ? এন৯৫ মাস্ক কেলেঙ্কারির দায় থেকে আত্মরক্ষার কৌশল ছিল ? বড়ই জানতে ইচ্ছে করে আজ। যেসব মিডিয়া সেদিন সোৎসাহে এ খবর প্রচার করেছিলো, তাঁরা কি হালনাগাদ তথ্য জানাতে পারবেন ? কবে নাগাদ বাজারে আসবে দেশে তৈরী কেএন৯৫ মাস্ক ? নইলে ভিনদেশি সহকর্মীদের কাছে যে আর মান সম্মান রইলো না ! লেখকঃ প্রবাসী চিকিৎসক, কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়