শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি হতে পারে ঘূর্ণিঝড়, সাগরে লঘূচাপের আভাস

শরীফ শাওন: [২] আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানান, সাগরে দুয়েকটি লঘুচাপ হতে পারে, তার কোনোটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। ইতোমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

[৩] আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হলেও সুনির্দিষ্টভাবে তা বলা যাবে না। সাগরে এখন যে লঘুচাপ রয়েছে, তা নি¤œচাপে রূপ নেওয়ার তেমন আশঙ্কা নেই। তবে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

[৪] অক্টোবর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে। এ মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

[৫] সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সাগরে লঘুচাপ তৈরি হয়েছিল দুই দফা। সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও পরে তা দুর্বল হয়ে পড়ে। ১৯ সেপ্টেম্বর দেশের তাপমাত্রা সর্বোচ্চ ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল সিলেটে। লঘুচাপের প্রভাব এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর রংপুর ও চট্টগ্রাম বিভাগসহ অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হয়েছে। রংপুরে এক দিনে বছরের সর্বোচ্চ ৪৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এ সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়