শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জ পৌর নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন চান মেয়র গাজী কামরুল হুদা সেলিম

সোহেল হোসাইন: [২] পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমকে আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি করেছেন মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতি।

[৩] শুক্রবার দুপুরে গঙ্গাধরপট্টি মেয়রের বাসভবনে মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতি পৌর নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে।

[৪] মানিকগঞ্জ পৌর সমাজিক কল্যাণ সমিতির সভাপতি পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, প্রকৌশলী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শহীদুল ইসলাম পুলক, উদীচী সভাপতি কাজী শিউলী, পৌর আদর্শ মার্কেটের সভাপতি রবিউল আওয়াল, নাঈম বিশ্বস, তোতা মিয়া, ফরিদা বেগম, পৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি তসলিম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

[৫] বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন না চেয়ে গাজী কামরুল হুদা সেলিম মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয় লাভ করেন। মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতির মতবিনিময় সভায় এবার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়নের দেয়ার দাবি করেন বক্তারা। মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী পুরুষ সমেবত হন।

[৬] পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, বিগত নির্বাচনে যে অঙ্গীকার নিয়ে নির্বাচনে জয় লাভ করেছিলাম তার বেশির ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে শহরের খালটি সৌন্দর্য বর্ধণ কাজ শেষ হবে। এবার নির্বাচনে পৌর সামাজিক কল্যাণ সমিতির তাকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্বাচন করা জন্য দাবি তুলেছেন।

[৭] গাজী কামরুল হুদা সেলিম মনে করেন এই দাবি অযুক্তি নয়, এই দাবি পৌরসভার প্রতিটি নাগারিকের প্রাণের দাবি। কারণ জেলা আওয়ামী লীগের টানা ১২ বছর দলের দুঃসময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলকে অতীতের যে কোন সময়ের চেয়ে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে অগ্রণীভূমিকা রখেছি। এবার তিনি দলের প্রধান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশ করেন। দলীয় মনোনয়নে পৌর মেয়র নির্বাচিত হলে তিনি একটি আধুনিক পৌরসভা মানিকগঞ্জ পৌর নাগরিকদের উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়