শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিন পালিত : ৫৬ তে পা দিলেন রক লিজেন্ড জেমস

ডেস্ক রিপোর্ট : নব্বই এর দশকে যার গান ছিল মানুষের মুখে মুখে। সে সময়ে তার গানের জনপ্রিয়তা যেমন ছিল বর্তমান সময়েও তা বিন্দুমাএ কমেনি। তিনি হচ্ছেন সবার প্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমস।

আজ জেমসের জন্মদিন। এ দেশের রক গানের ভক্তদের কাছে তিনি গুরু নামে পরিচিত। উপমহাদেশের অন্যতম সেরা রকস্টার তিনি। এক কথায় এ দেশের রক গানের উজ্জ্বল নক্ষত্র।

এবারে ৫৬ বছরে পা দিলেন এই রক লিজেন্ড। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বেড়ে ওঠা চট্টগ্রামে।

জেমসের জীবনে রয়েছে অনেক চড়াই-উৎরাই এর গল্প। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের অমতেই সংগীত চর্চা শুরু করেন জেমস। বাবার সঙ্গে গান নিয়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে আসেন চট্টগ্রামে। চট্টগ্রামের আজিজ বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখান থেকেই তার সংগীতের পথচলা শুরু।

১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামের একটি ব্যান্ড। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়। যদিও অ্যালবামটি তেমন জনপ্রিয়তা পায়নি। পরে ১৯৮৮ সালে তিনি ‘অনন্যা’ নামের অ্যালবাম প্রকাশ করেন। সেই অ্যালবামটি বেশ আলোড়ন তোলে। সেই থেকে তাঁকে আর পেছন ফেরে তাকাতে হয়নি। একে একে প্রকাশ হয় জেমসের জেল থেকে বলছি, লেইস ফিতা লেইসসহ বিভিন্ন কালজয়ী অ্যালবাম।

এছাড়াও জেমসের অন্যান্য অ্যালবামগুলোর মধ্যে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’, ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’ ইত্যাদি অন্যতম।

জেমস চলচ্চিত্রে প্লেব্যাক করেও বেশ সফল হয়েছেন। তার বেশ কয়েকটি গান চলচ্চিত্রে সুপারহিট এর তকমা পেয়েছে। ‘সত্তা’ ছবির গানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

নগরবাউল খ্যাত এ তারকা শুধু দেশে নয়, আর্ন্তজাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়। পার্শ্ববর্তী কলকাতাতেও তার গানের অসংখ্য ভক্ত রয়েছে।

বাংলা গানের পাশাপাশি তিনি হিন্দি গান গেয়েও জয় করেছেন লক্ষ ভক্ত শ্রোতার হৃদয়। বলিউডে তার গাওয়া ‘ভিগি ভিগি’ [গ্যাংস্টার], ‘চল চলে’ [ও লামহে] এবং ‘আলবিদা’, ‘রিস্তে’ [লাইফ ইন অ্যা মেট্টো], ‘বেবাসি’ [ওয়ার্নিং] গানগুলো উল্লেখযোগ্য।

বর্তমানে তিনি নিজের মতো করে থাকেন, গান করেন।দীর্ঘ ক্যারিয়ারে গান ও সুরের ইন্দ্রজালে কোটি কোটি মানুষের মন জয় করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়