শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে টিকা বাজারে ছাড়বে না মোডার্না, নভেম্বরের শেষে ঘোষণা

রাশিদুল ইসলাম : [২] আগামী ২৫ নভেম্বরের পরে টিকা নিয়ে আসার সম্ভাবনার কথা বলছে মার্কিন ফার্মা জায়ান্ট মোডার্না। কোম্পানির সিইও স্টিফেন জানান, তিন স্তরে ট্রায়ালে টিকার রেজাল্ট খুবই ভাল। তাই জরুরি ভিত্তিতে তাড়াতাড়ি টিকা নিয়ে আসার দরকার নেই। সেফটি ট্রায়ালের পরে নভেম্বরের শেষ দিন ঘোষণা হতে পারে। টাইমস অব ইন্ডিয়া

[৩] সুইস ফার্ম লোনজা জানিয়েছিল, এ বছরেই টিকা আনতে পারে মোডার্না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছিলেন ৩ নভেম্বর নির্বাচনের আগেই টিকা আসবে। কিন্তু মোডার্নার সিইও স্টিফেন ব্যানসেল বলছেন এত তাড়াহুড়ো করে টিকা আনার পক্ষপাতী নন তারা।

[৪] স্টিফেন ইঙ্গিত দিয়ে অবশ্য বলেছেন ২৫ নভেম্বরের পরে টিকা আনতে পারে তার কোম্পানি। চূড়ান্ত পর্বের ট্রায়াল শেষ করে সেফটি ট্রায়ালের রিপোর্ট ভাল হলেই সবিস্তারে সেই তথ্য পাঠানো হবে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে। ভ্যাকসিন দৌড়ে এগিয়ে থাকার চেয়েও মানুষের সুরক্ষা বেশি জরুরি বলছেন স্টিফেন।

[৫] এর আগে স্টিফেন বলেছিলেন অক্টোবরের শেষ থেকে টিকার বিপুল উৎপাদনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। ততদিনে টিকার ডোজ সম্পর্কে নিশ্চিত ধারণা হয়ে যাবে। টিকার ভায়াল মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হবে।

[৬] মোডার্না আগে জানিয়েছিল ১৮ থেকে ৫০ বছরের মধ্যে শুধুমাত্র সুস্থ ব্যক্তিদের শরীরেই টিকার ট্রায়াল হবে। ক্যানসার রোগী ও এইচআইভি রোগীদের টিকা দেওয়া হবে না। পরিবর্তিত গাইডলাইনে মোডার্না এখন বলছে মেসেঞ্জার আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) সিকুয়েন্সকে কাজে লাগিয়ে তৈরি এমআরএনএ-১২৭৩ ভ্যাকসিন এইচআইভি রোগীদের শরীরেও নিরাপদ। সেফটি ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। তাই কম ডোজের ইঞ্জেকশন দিয়ে রোগীদের পর্যবেক্ষণে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়