শিরোনাম
◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে টিকা বাজারে ছাড়বে না মোডার্না, নভেম্বরের শেষে ঘোষণা

রাশিদুল ইসলাম : [২] আগামী ২৫ নভেম্বরের পরে টিকা নিয়ে আসার সম্ভাবনার কথা বলছে মার্কিন ফার্মা জায়ান্ট মোডার্না। কোম্পানির সিইও স্টিফেন জানান, তিন স্তরে ট্রায়ালে টিকার রেজাল্ট খুবই ভাল। তাই জরুরি ভিত্তিতে তাড়াতাড়ি টিকা নিয়ে আসার দরকার নেই। সেফটি ট্রায়ালের পরে নভেম্বরের শেষ দিন ঘোষণা হতে পারে। টাইমস অব ইন্ডিয়া

[৩] সুইস ফার্ম লোনজা জানিয়েছিল, এ বছরেই টিকা আনতে পারে মোডার্না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছিলেন ৩ নভেম্বর নির্বাচনের আগেই টিকা আসবে। কিন্তু মোডার্নার সিইও স্টিফেন ব্যানসেল বলছেন এত তাড়াহুড়ো করে টিকা আনার পক্ষপাতী নন তারা।

[৪] স্টিফেন ইঙ্গিত দিয়ে অবশ্য বলেছেন ২৫ নভেম্বরের পরে টিকা আনতে পারে তার কোম্পানি। চূড়ান্ত পর্বের ট্রায়াল শেষ করে সেফটি ট্রায়ালের রিপোর্ট ভাল হলেই সবিস্তারে সেই তথ্য পাঠানো হবে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে। ভ্যাকসিন দৌড়ে এগিয়ে থাকার চেয়েও মানুষের সুরক্ষা বেশি জরুরি বলছেন স্টিফেন।

[৫] এর আগে স্টিফেন বলেছিলেন অক্টোবরের শেষ থেকে টিকার বিপুল উৎপাদনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। ততদিনে টিকার ডোজ সম্পর্কে নিশ্চিত ধারণা হয়ে যাবে। টিকার ভায়াল মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হবে।

[৬] মোডার্না আগে জানিয়েছিল ১৮ থেকে ৫০ বছরের মধ্যে শুধুমাত্র সুস্থ ব্যক্তিদের শরীরেই টিকার ট্রায়াল হবে। ক্যানসার রোগী ও এইচআইভি রোগীদের টিকা দেওয়া হবে না। পরিবর্তিত গাইডলাইনে মোডার্না এখন বলছে মেসেঞ্জার আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) সিকুয়েন্সকে কাজে লাগিয়ে তৈরি এমআরএনএ-১২৭৩ ভ্যাকসিন এইচআইভি রোগীদের শরীরেও নিরাপদ। সেফটি ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। তাই কম ডোজের ইঞ্জেকশন দিয়ে রোগীদের পর্যবেক্ষণে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়