শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ফাদারের বিরুদ্ধে কিশোরীকে গীর্জায় তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

মঈন উদ্দীন : গীর্জার ফাদারের বিরুদ্ধে এক ৭ম শ্রেণির পড়ুয়া আদিবাসি ছাত্রীকে তিন দিন ধরে গীর্জা আটক রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনদিন পর মঙ্গলাবর সন্ধায় গীর্জা হতে তরুণীকে উদ্ধার করেছেন পুলিশ। ঘটনায় ধর্ষণের মামলা চলছে।

রাজশাহীর তানোর উপজেলা মুন্ডুমালা সাধু মেরি গীর্জার ইনচার্জ ফাদার প্রদিপ গে গরী বিরুদ্ধে। এঘটনায় ফাদার প্রদিপ গে গরীকে মুন্ডুমালা গীর্জা হতে ক্লোজ করে রাজশাহী ধর্ম প্রদেশে নেওয়া হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন গীর্জার বর্তমান সহকারী ইনচার্জ ফাদার প্যাটিজ গমেজ।

এর আগে বিষয়টি জানাযানি হলে সোমবার দুপুরে গীর্জা একটি সালিসি বৈঠক বসানো হয়। সালিসি বৈঠক ধর্ষণের শিকার তরণীর পরিবারকে ধর্মের ভয় দেখিয়ে আপস করা হয়। এবং তরণীকে লেখ্পাড়া ও ভরণ পোষনসহ বিয়ের আগ পর্যন্ত সকল খরচ বহণ করার হবে বলে গীর্জার পক্ষে থেকে বলা হয়।

সালিসি বৈঠকে রাজশাহী জেলা র্ধম প্রদেশের তিনজন প্রতিনিধি ও স্থানীয় দুইজন গ্রাম্য প্রধান এবং আদিবাসি তানোর উপজেলার পারগানা পরিষদের সভাপতি ও মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডি উপস্থিত ছিলেন।

তরুণীর ভাই বলেন, ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মাঠে ঘাষ কাটতে গিয়ে তার বোন আর বাড়ি ফিরে আসেনি। সারাদির তাকে খোঁজাখুজি করে না পেয়ে ২৭ সেপ্টেম্বর তানোর থানায় একটি জিডি করা হয়। জিডি করার একদিন পর ২৮ সেপ্টেম্বর গীর্জার ফাদারে ভবনের ছাদে সে তরুনীকে দেখতে পান স্থানীরা।

পরিবারের লোকজন তরুনীকে উদ্ধার করতে গেলে ফাদার বাধাদেন। এমস সময় স্থানীয়রা রাজশাহীর জেলা র্ধম প্রদেশের ইনচার্জকে বিষয়টি মোবাইলে অভিহিত করেন। তার নিদের্শে সোমবারে দুপুরে রাজশাহী ধর্ম প্রদেশের তিনজন প্রতিনিধি ফাদার পাঠান। পরে তারা স্থানীয় গ্রাম্য প্রধান মাইকেল হেমরণ ও মহেষ মুরমু ও আদিবাসি নেতা কামেল মার্ডীকে নিয়ে সালিসি বৈঠক বসান।

সালিসি বৈঠকে ফাদারের পক্ষে রায় দেন সবাই। এবং তরুনীকে ভরণ পোষনসহ যাবতীয় খরচ বহন করা হবে বলে গীর্জার পক্ষে থেকে হয়েছে।

আদিবাসি পারগানা পরিষদের সভাপতি কামেল মার্ডী বলেন, তরুনীর ভবিষ্যতের কথা চিন্তা করে আপস করা হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত ফাদার প্রদিপ গে গরী সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

তানোর থানা অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান বলেন, গীর্জা হতে মঙ্গলবার সন্ধায় তরুনীকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলার প্রস্ততি চলছে। মামলা হলে আসামিকে গ্রেফতারে চেষ্টা করা হবে। তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়