শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাস্তায় ধানের চারা লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে প্রতি বছরের মতো এ বছরও বৃষ্টিতে রাস্তায় কাদার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারই প্রতিবাদে রবিবার দুপুরে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা লাগিয়ে দেন।

[৩] এলাকাবাসী সুত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে রায়েরচালা থেকে গলাচিপার স্কুলের রাস্তার বেশ কিছু জায়গায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি দেড় কিলোমিটার রাস্তা পাকা করা হয়নি। প্রতি বছর বর্ষা মৌসুমে সড়কে কাদার সৃষ্টি হওয়ায় জনগণের চলাচল বিঘ্নিত হয়। এতে ক্ষুদ্ধ হয়ে রবিবার দুপুরে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন গ্রামবাসী। এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ চলাচল করেন। প্রতি বছরের মতো এ বছরও বর্ষা মৌসুমে বৃষ্টিতে রাস্তায় কাদার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের পোহাতে হচ্ছে অসহনীয় দুর্ভোগ।

[৪] এ বিষয়ে মধ্যপাড়া ইউনিয়নের ০৪ ওয়াডের্র মেম্বার সিরাজুল ইসলাম জানান, এই রাস্তা দিয়ে মানুষ ও গাড়ী কিছুই চলাচল করতে পারে না। তাই এলাকার লোকজন রাস্তায় ধানের চারা বুনে প্রতিবাদ করেছে।
উপজেলা প্রকৌশলী সরকার সাজ্জাদ কবির জানান, রাস্তাটি অতি তারাতারি মেরামত করে জনগনের চলাচলে উপযোগী করা হবে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়