শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীফুল হাসান: ক্ষমতাসীনদের আষ্টেপৃষ্ঠে থাকা ধর্ষকদের কঠিন শাস্তি হবে কবে?

শরীফুল হাসান:  ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা সব বিপ্লবীদের মোটামুটি চুপচাপ দেখছি। অথচ গত কয়েকদিন ধরে তারা ফেসবুক কাঁপিয়ে ফেলেছিলেন। সিলেটের এমসি কলেজের বর্বর ঘটনায় তারা সব মুখ লুকিয়েছে। আর দারুণ সরব নুরূর সমর্থকরা।
ধর্ষণ একটা ভয়াবহ রকমের অপরাধ। প্রতিটি নারী নিপীড়নের ঘটনা পুরো রাষ্ট্র সমাজ সবার জন্য চরম লজ্জার, হোক সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী, আদিবাসী নারী পোশাক শ্রমিক কিংবা যে কোন নারী। অথচ আমরা এসব নিয়ে রাজনীতি করি।
দেখেন, নুরুর বিরুদ্ধে ধর্ষণের সরাসরি কোনো অভিযোগ ছিল না। তারই সংগঠনের এক নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্কের অভিযোগ ওঠে। এরপর মেয়েটি ধর্ষণের অভিযোগ এনেছে। নুরুর বিরুদ্ধে অভিযোগ এই ঘটনার যথাযথ ব্যবস্থা না নিয়ে মেয়েটিকে হুমকিও ভয় দেখানো হয়েছে। আমি মনে করি এই ঘটনারও সুষ্ঠু তদন্তের প্রয়োজন আছে।
তবে একবার কল্পনা করুন সিলেটের ঘটনাটা। স্বামী-স্ত্রী দুজন মিলে নিজেদের গাড়িতে বেড়াতে গিয়েছিলেন সিলেটের এমসি কলেজের সামনে। সেখানে তাদের গাড়ি ঘিরে দাঁড়ায় ছাত্রলীগের কর্মীরা। তিন জন যুবক মেয়েটিকে টেনে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে। বাকি দুজন আটকে রাখে যুবকটিকে। ঘন্টাখানেক পর ছেলেটা স্ত্রীকে দেখতে পায় বিধ্বস্ত অবস্থায়। একবার নিজের বিবেককে জিজ্ঞেস করেন কতটা পাষণ্ড হলে এ ধরনের ঘটনা ঘটানো যায়।
ধর্ষণের শিকার মেয়েটি এখন মানসিকভাবে বিপর্যস্ত। বিপর্যস্ত তার পুরো পরিবার। কলেজের অধ্যক্ষ বলেছেন তিনি অসহায়। বরাবরের মতোই নেতারা নিশ্চয়ই বলবেন বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এমন বিচ্ছিন্ন ঘটনা আর কতবার ঘটবে? জানি না কবে ক্ষমতাসীনদের আষ্টেপৃষ্ঠে থাকা এইসব ধর্ষকদের কঠিন শাস্তি হবে। জানি না কবে এই বাংলাদেশ ধর্ষণমুক্ত হবে? ফেসবুক থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়