মহসীন কবির : [২] শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ২০৩তম দিনে ১০৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৬৫ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১০.২৭ শতাংশ। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৮৫ শতাংশ।
[৩] এখন পর্যন্ত ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৫১২৯ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৯৭৪ (৭৭ দশমিক ৪৮ শতাংশ) ও নারী এক হাজার ১৫৫ জন (২২ দশমিক ৫২ শতাংশ)।
[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫.১০ শতাংশ।
[৫] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৬ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ২১ জন। ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে আটজন, খুলনায় একজন, বরিশাল একজন, সিলেট দুইজন ও ময়মনসিংহে একজন রয়েছেন।