শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফক্সের নতুন জরিপে ওহাইও’তে লড়াই হবে হাড্ডাহাড্ডি, নেভাডা ও পেনসেলভানিয়ায় ট্রাম্পকে টপকে বাইডেন

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কাকে ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা নগন্য। বাইডেনের সমর্থন ৫০ শতাংশে পৌঁছেছে। ট্রাম্পকে ক্রমশঃ পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন বাইডেন। ফক্স নিউজ

[৩] নেভাডা, পেনসেলভানিয়া ও ওহাইও’তে কর্মসংস্থানের জন্যে ট্রাম্পকে ব্যর্থ মনে করছেন ভোটাররা। তারা বলছেন কোভিডকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি ট্রাম্প। বাইডেনকে তাদের অধিক পছন্দ হওয়ার কারণ হচ্ছে ভাইরাসকে মোকাবেলায় তাকে দক্ষ বলে মনে হয় ভোটারদের এবং সুপ্রীমকোর্টে পরবর্তী বিচারক নিয়োগে তিনি ট্রাম্পের পক্ষেই ছিলেন।

[৪] ৩৫ বছর বয়সের কম ও ৬৫ বছরের বেশি বয়সী নারীরা বাইডেনকে পছন্দ করছেন। প্রতি ১০ জন ভোটারের ৯ জনই ট্রাম্প কিংবা বাইডেনের জয়ের ব্যাপারে খুবই সিরিয়াস। বিচারক গিনসবার্গের মৃত্যুর পর জরিপে উত্তরদাতারা এ অভিমত দিয়েছেন।

[৫] বাইডেনের পক্ষে ৬১ শতাংশ হিস্পানিক ভোটারদের সমর্থন যা ট্রাম্পের পক্ষে ৩৩ শতাংশ। নেভাদায় বাইডেন ৫২ ও ট্রাম্প ৪১ শতাংশ সমর্থন পাচ্ছেন। সিনিয়র ভোটাররা ট্রাম্পের চেয়ে বাইডেনকে পছন্দ করছে ৮ শতাংশ। নারীদের ক্ষেত্রে এ পছন্দ ১৫ শতাংশ।

[৬] শ্বেতাঙ্গ ভোটারদের ২ শতাংশ বেশি সমর্থন পাচ্ছেন ট্রাম্প যাদের ৭ শতাংশের রয়েছে কলেজ ডিগ্রি এবং অন্যান্য ১২ শতাংশ প্রত্যন্ত গ্রামাঞ্চলের।

[৭] ৯৩ শতাংশ ডেমোক্রেট ও ৯ শতাংশ রিপাবলিকান বাইডেনকে সমর্থন করছেন। ট্রাম্প সেক্ষেত্রে ৮৭ শতাংশ রিপাবলিক ও ৪ শতাংশ ডেমোক্রেটদের সমর্থন পাচ্ছেন। অর্থনীতির ক্ষেত্রে সমর্থনের পাল্লা ট্রাম্পের দিকেই ভারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়