শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়ি’র চার ইউপিতে নির্বাচনে ৬১ প্রার্থী’র মনোনয়ন দাখিল

ওমর ফয়সাল: [২] চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউপিতে সাধারণ নির্বাচন এবং নানুপুর ইউপিতে চেয়ারম্যান, খিরাম ও জাফতনগর ইউপি’র দুইটি ওয়ার্ড’র সদস্যপদে উপ-নির্বাচনে সর্বমোট ৬১ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাঁদের মনেনয়নপত্র জমা দেন।

[৩] এতে সুয়াবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, বিএনপি মনোনীত প্রার্থী মো. ইয়াকুব, স্বতন্ত্র প্রার্থী মু. মহিউদ্দীন, মোহাম্মদ হায়াত, শাহজাহান, নুরুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে, নানুপুর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিউল আজম, বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী আমান উল্লাহ মেম্বার, মো. ছাবের উদ্দীন, সৈয়দ মইনুদ্দীন, নুরুল হুদা পারভেজ, নাছির উদ্দীন, গাজী শাহ মোহাম্মদ আব্দুর রহিম আল-আরবী।

[৪] এছাড়া সুয়াবিল ইউপিতে সাধারণ সদস্যপদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে, খিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্যের শূন্যপদে উপ-নির্বাচনে ১জন এবং জাফতনগর ইউনিয়েেন ৮ নং ওয়ার্ড সদস্যের শূন্যপদে উপ-নির্বাচনে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

[৫] উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর সুয়াবিল ইউপিতে সাধারণ নির্বাচন এবং নানুপুর ইউপি চেয়ারম্যানের শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ অক্টোবর। একইদিন, খিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এবং জাফতনগর ইউনিয়েেন ৮ নং ওয়ার্ড সদস্যের শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়