শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়ি’র চার ইউপিতে নির্বাচনে ৬১ প্রার্থী’র মনোনয়ন দাখিল

ওমর ফয়সাল: [২] চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউপিতে সাধারণ নির্বাচন এবং নানুপুর ইউপিতে চেয়ারম্যান, খিরাম ও জাফতনগর ইউপি’র দুইটি ওয়ার্ড’র সদস্যপদে উপ-নির্বাচনে সর্বমোট ৬১ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাঁদের মনেনয়নপত্র জমা দেন।

[৩] এতে সুয়াবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, বিএনপি মনোনীত প্রার্থী মো. ইয়াকুব, স্বতন্ত্র প্রার্থী মু. মহিউদ্দীন, মোহাম্মদ হায়াত, শাহজাহান, নুরুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে, নানুপুর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিউল আজম, বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী আমান উল্লাহ মেম্বার, মো. ছাবের উদ্দীন, সৈয়দ মইনুদ্দীন, নুরুল হুদা পারভেজ, নাছির উদ্দীন, গাজী শাহ মোহাম্মদ আব্দুর রহিম আল-আরবী।

[৪] এছাড়া সুয়াবিল ইউপিতে সাধারণ সদস্যপদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে, খিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্যের শূন্যপদে উপ-নির্বাচনে ১জন এবং জাফতনগর ইউনিয়েেন ৮ নং ওয়ার্ড সদস্যের শূন্যপদে উপ-নির্বাচনে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

[৫] উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর সুয়াবিল ইউপিতে সাধারণ নির্বাচন এবং নানুপুর ইউপি চেয়ারম্যানের শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ অক্টোবর। একইদিন, খিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এবং জাফতনগর ইউনিয়েেন ৮ নং ওয়ার্ড সদস্যের শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়