শিরোনাম
◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালো তালিকা থেকে বাঁচতে জঙ্গিদের ভিআইপি সাজাচ্ছে পাকিস্তান!

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক আর্থিক সংস্থা এফএটিএফ ((FATF)’র কালো তালিকা থেকে বাঁচাতে এখনও জঙ্গিদের ভিআইপি সাজাচ্ছে পাকিস্তানের ইমরান সরকার। সম্প্রতি এমন তথ্যই পাওয়া গিয়েছে ভারতীয় গোয়েন্দাদের সূত্রে। ওই তালিকায় নাম রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমও।

সূত্রের খবর, আগামী অক্টোবরে এফএটিএফের বৈঠক হওয়ার কথা রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ওই বৈঠকে পাকিস্তানকে কালো তালিকা করার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে কিছুদিন ধরে নিজেদের দেশে থাকা কুখ্যাত জঙ্গিদের পরিচয় বদলে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান (Pakistan) । জঙ্গিদের ভিআইপি (VIP) তকমা দিয়ে নিজেদের মুখ রক্ষা করার ছক কষছে। না হলে জঙ্গিদের আশ্রয়দান ও সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করার দায়ে তাদের কালো তালিকাভুক্ত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এর জন্য দাউদ ইব্রাহিম-সহ ২১ জন জঙ্গিকে ভিআইপি সাজিয়ে তাদের সুরক্ষা দিতে সরকারি খরচে নিরাপত্তারক্ষীরও ব্যবস্থা করেছে ইমরানের প্রশাসন।

সর্বভারতীয় একটি সংবাদসংস্থায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২১ জঙ্গির ওই তালিকায় দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) ছাড়াও রয়েছে বব্বর খালসা ইন্টারন্যাশনালের ((BKI) প্রধান ওয়াধা সিং, ইন্ডিয়ান মুজাহিদিন ((IM) -এর প্রধান রিয়াজ ভাটকল, মির্জা সাদাব বেগ, আতিফ হাসান সিদ্দিবাপা ও খলিস্তান জিন্দাবাদ ফোর্সের জঙ্গি রঞ্জিত সিং নীতাও।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাস থেকে পাকিস্তান এফএটিএফের ধূসর তালিকায় রয়েছে। এরপর গত কয়েকমাস ধরেই তাদের বারবার সতর্ক করেছে আন্তর্জাতিক সংগঠনটি। জঙ্গিদের মদত ও তাদের আর্থিক সাহায্য দিতে বারণ করা হয়েছে। কিন্তু, তাতে বদলায়নি ইমরানের প্রশাসন। উলটে আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দিতে গত মাসে ৮৮ জন কুখ্যাত জঙ্গি নেতার উপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। সেখানে হাফিজ সইদ বা মাসুদ আজহারের মতো জঙ্গিদের নাম ছিল। তাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার পাশাপাশি বিদেশে যাতায়াতও নিষিদ্ধ করে দেওয়া হয়। যদিও বিশেষজ্ঞরা জানিয়ে ছিলেন, এটা ছিল পাকিস্তানের প্রহসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়