শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছি: স্বাস্থ্য সচিব

তাপসী রাবেয়া: [২] দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। যারাই দুর্নীতির সাথে জড়িত থাকুক, স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে শক্ত অবস্থানে। সাবেক মহাপরিচালকের গাড়িচালক এখনো কেন বরখাস্ত হচ্ছে না এ ব্যাপারে আজই জানতে চাওয়া হবে। করোনার ভ্যাকসিন বাংলাদেশ ট্রায়াল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে সোমবার দুপুরে তিনি একথা বলেন।

[৩] দ্বীতিয় প্রাদুর্ভাব মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এরইমধ্যে হাসপাতাল, চিকিৎসক এবং নার্স সংক্রান্ত সব প্রস্তুতি নেয়া হয়েছে।

[৪] সারাবিশ্বে ৯ টি কোম্পানি ভ্যাকসিন নিয়ে কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্য সচিব জানান, এদের মধ্যে পাঁচটি কোম্পানির সাথে বাংলাদেশের যোগাযোগ চলছে।

[৫] এরইমধ্যে যারা বাংলাদেশে ট্রায়াল শুরু করতে চেয়েছে, তাদের কাছে আইসিডিডিআরবির মাধ্যমে চিঠি দিয়ে জানতে চেয়েছি, কি প্রক্রিয়ায় ট্রায়াল শুরু করা হবে।

[৬] ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ আছে। যেকোনো সময় চাইলে আমরা তা ব্যবহার করে, ভ্যাকসিন সংগ্রহ করতে পারবো।
১০০ মিলিয়ন এর উপরে টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর উপরে প্রয়োজন পড়লেও অন্য যে কোন প্রকল্প থেকে নেয়া হবে।
আড়াই থেকে তিন মিলিয়ন ভ্যাকসিন প্রাথমিকভাবে চাওয়া হয়েছে। সে অনুযায়ী আগাম বুকিং এর প্রস্তুতি করা হচ্ছে।
ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে একটি নীতিমালা করা হবে। যারা ফ্রন্টলাইনার এবং বয়োবৃদ্ধ, তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়