শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের বিরুদ্ধে অস্ত্র সহ সবধরনের নিষেধাজ্ঞা ফের চালু হবে দাবি পম্পেওর

রাশিদুল ইসলাম : [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন জাতিসংঘ ইরানের ওপর শুধু এধরনের নিষেধাজ্ঞা কার্যকর করবে না বরং যেসব দেশ ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা মেনে চলবে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। গত আগস্টের শেষ দিকে পম্পেও ঘোষণা করেছিলেন তার দেশ ৩০ দিনের মধ্যে তেহরানের ওপর জাতিসংঘেল প্রায় সমস্ত নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করেছে। স্পুটনিক

[৩] এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা নেই বরং অস্ত্র কেনার ওপর সীমাবদ্ধতা রয়েছে যা অক্টোবরের শেষ নাগাদ উঠে যাবে। ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্র যে প্রচেষ্টা শুরু করেছে সে প্রসঙ্গে জারিফ বলেন, যুক্তরাষ্ট্র ও আরেকটি দেশ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি ১৩ দেশ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা এ প্রচেষ্টা মানে না।

[৪] ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা চালাচ্ছে তা প্রতিহত করতে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি নিরাপত্তা পরিষদ এবং মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে আহবান জানিয়েছেন।

[৫] সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পরররাষ্ট্রমন্ত্রী বলেন, বোল্টনই পরমাণু সমঝোতা পড়েছেন এবং তিনি বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়