শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের বিরুদ্ধে অস্ত্র সহ সবধরনের নিষেধাজ্ঞা ফের চালু হবে দাবি পম্পেওর

রাশিদুল ইসলাম : [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন জাতিসংঘ ইরানের ওপর শুধু এধরনের নিষেধাজ্ঞা কার্যকর করবে না বরং যেসব দেশ ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা মেনে চলবে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। গত আগস্টের শেষ দিকে পম্পেও ঘোষণা করেছিলেন তার দেশ ৩০ দিনের মধ্যে তেহরানের ওপর জাতিসংঘেল প্রায় সমস্ত নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করেছে। স্পুটনিক

[৩] এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা নেই বরং অস্ত্র কেনার ওপর সীমাবদ্ধতা রয়েছে যা অক্টোবরের শেষ নাগাদ উঠে যাবে। ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্র যে প্রচেষ্টা শুরু করেছে সে প্রসঙ্গে জারিফ বলেন, যুক্তরাষ্ট্র ও আরেকটি দেশ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি ১৩ দেশ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা এ প্রচেষ্টা মানে না।

[৪] ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা চালাচ্ছে তা প্রতিহত করতে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি নিরাপত্তা পরিষদ এবং মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে আহবান জানিয়েছেন।

[৫] সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পরররাষ্ট্রমন্ত্রী বলেন, বোল্টনই পরমাণু সমঝোতা পড়েছেন এবং তিনি বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়