শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় অগ্নিকান্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

টি. আর. দিদার : [২] কুমিল্লার চান্দিনায় অগ্নিকান্ডে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। শনিবার রাত ২টায় উপজেলা দোল্লাই নবাবপুর ইউনিয়নের সুরীখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শী আশেক এলাহী জানান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম এর প্রবাসে থাকেন। তার পরিবার ঢাকায় থাকার কারণে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ ছিল। শুক্রবার দিনগত রাত অনুমান ২টার দিকে ওই ঘরে আগুন দেখে আস-পাশের লোকজন ডাক-চিৎকার দেয়। আমরাও বের হয়ে দেখি ঘরটিতে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পরে। আমরা চান্দিনা ফায়ার সার্ভিসে খবর দিয়ে স্থানীয় ভাবে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতার কাছে অসহায় হয়ে পড়ে স্থানীয় লোকজন। প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে ততক্ষণে সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

[৪] প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীন আক্তার জানান, আমার বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা রাতেই শুনেছি। সকালে এসে দেখি আমার সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত আমার ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

[৫] চান্দিনার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিক মুন্সি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রীজের বিদ্যুৎ লাইন সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাছাড়া ওই এলাকার সড়কের গলিগুলো অপ্রশস্ত হওয়ার কারণে আমরা ঘটনাস্থলে যেতে পারেনি। আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নিভে গেছে। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়