শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় অগ্নিকান্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

টি. আর. দিদার : [২] কুমিল্লার চান্দিনায় অগ্নিকান্ডে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। শনিবার রাত ২টায় উপজেলা দোল্লাই নবাবপুর ইউনিয়নের সুরীখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শী আশেক এলাহী জানান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম এর প্রবাসে থাকেন। তার পরিবার ঢাকায় থাকার কারণে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ ছিল। শুক্রবার দিনগত রাত অনুমান ২টার দিকে ওই ঘরে আগুন দেখে আস-পাশের লোকজন ডাক-চিৎকার দেয়। আমরাও বের হয়ে দেখি ঘরটিতে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পরে। আমরা চান্দিনা ফায়ার সার্ভিসে খবর দিয়ে স্থানীয় ভাবে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতার কাছে অসহায় হয়ে পড়ে স্থানীয় লোকজন। প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে ততক্ষণে সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

[৪] প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীন আক্তার জানান, আমার বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা রাতেই শুনেছি। সকালে এসে দেখি আমার সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত আমার ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

[৫] চান্দিনার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিক মুন্সি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রীজের বিদ্যুৎ লাইন সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাছাড়া ওই এলাকার সড়কের গলিগুলো অপ্রশস্ত হওয়ার কারণে আমরা ঘটনাস্থলে যেতে পারেনি। আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নিভে গেছে। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়