শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার চীনের এক কারখানা থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ, অসুস্থ কয়েক হাজার

আসিফুজ্জামান পৃথিল: [২] চীনের লানঝৌ শহরে একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানির ল্যাব থেকে গত বছর ব্রুসেলোসিস নামের এই ব্যাকটেরিয়া লিক করে। এটির সংক্রমণেই শহরটিতে তিন হাজারের বেশি মানুষ মাল্টা জ্বরে আক্রান্ত হয়েছেন। সিএনএন, শিনহুয়া

[৩] মূলত গবাদি পশুর মাধ্যমে ব্রুসেলোসিস ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। এই ব্যাকটেরিয়ার সংক্রমণে মাল্টা জ্বর হয়। এই জ্বরটি ভূমধ্যসাগরীয় জ্বর নামেও পরিচিত। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, জ্বর ও অবসাদ।

[৪] গত বছর জুলাই অথবা আগস্টের শেষের দিকে প্রাণীদের জন্য ব্রুসেলা ব্যাকটেরিয়ার ভ্যাকসিন তৈরির সময় ব্যাকটেরিয়াটি বের হয়ে যায়। এই ঘটনায় গত ফেব্রুয়ারিতে ওই কোম্পানি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় এবং আট জন কর্মীকে কঠোর শাস্তি দেয়।

[৫] চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, লানঝৌ শহরটির ২৯ লাখ বাসিন্দার মধ্যে এ পর্যন্ত ২১ হাজার ৮৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিন হাজার ২৪৫ জনের ব্রুসেলোসিস রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আরও এক হাজার ৪০১ জনের মধ্যে প্রাথমিকভাবে এটির উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এখনও এই রোগে কারও মৃত্যু হয়নি।

[৬] যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ব্রুসেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত গরু,উট, ভেড়া , ছাগলের মতো গৃহপালিত পশু থেকে মানুষের মধ্যে এটি সংক্রমিত হতে পারে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়