সুজন কৈরী : [২] দক্ষিণ কেরাণীগঞ্জের নাজিরাবাগ এলাকায় অভিযান চালিয়ে ৬ চাঁদবাজকে আটক করেছে র্যাব-১০। আটকরা হলেন- মো. ফজলে রাব্বী (২১), মো. সজীব আহম্মেদ (১৯), মো. শরীফ ওরফে আলী আকবর (২০), মো. সাইদুর রহমান (১৯), মো. সুমন (১৯) ও মো. বিল্লাল হোসেন (২২)।
[৩] বুধবার রাতে র্যাব-১০ এর সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার এডি আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযারন চালিয়ে তাদের আট করে। আটকদের কাছ থেকে চাঁদবাজীর সময় ব্যবহৃত ৩টি চাকু, ৬টি মোবাইল ফোন ও নগদ-২৬ হাজার টাকা জব্দ করা হয়।
[৪] র্যাব-১০ জানিয়েছে, আটকরা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী করছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।