শিরোনাম
◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি ◈ “আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ২ লাখ টাকায় মামুন হত্যার চুক্তি”

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা থেকে ছাপা হয় তাই দৈনিকের ডিক্লারেশন বাতিল!

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছেন জেলা প্রশাসক। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসন মো. জসিম উদ্দিন নিজেই।

তিনি জানান, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকাটি তাদের প্রিন্টার্স লাইনে উল্লেখিত ঠিকানায় পত্রিকাটি না ছাপিয়ে ঢাকা থেকে ছাপিয়ে আসছিলেন। এ অভিযোগে ঢাকার ডিএফপি থেকে একটি তদন্ত কমিটির পাঠানো তথ্যের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়। সেই তদন্তের আলোকে জেলা প্রশাসনকে তথ্য মন্ত্রণালয় পত্রিকারটির ডিক্লারেশন বাতিল করার নির্দেশনা দেন। ওই নির্দেশনা অনুযায়ী দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকারটি ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ জুয়েল বলেন, ‘পত্রিকাটি নারাণগঞ্জের স্থানীয় পত্রিকা। পত্রিকাটি ঢাকা থেকে ছাপানো হয় এটাই আমাদের দোষ। গত ১০ দিন আগে জেলা প্রশাসক আমাকে এ বিষয়ে কারণ দর্শনোর জন্য চিঠি দিয়েছিলেন। আমি গত ১৪ সেপ্টেম্বর তারিখে এর জবাবও দিয়েছি। আমি বলেছি, নারায়ণগঞ্জে কোনও ভালো মানের ছাপাখানা নেই। এছাড়াও নারায়ণগঞ্জে সকল স্থানীয় পত্রিকাও ঢাকা থেকে ছাপানো হয়। কিন্তু, শুধুমাত্র আমার পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে। অন্যদের নোটিশও দেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের একজন নেতার পরোক্ষ মদতে জেলা প্রশাসন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেছে। তবে ওই নেতার নাম উল্লেখ করেননি তিনি।বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়