শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

এইচএম দিদার: [২] গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার পর বেজে ওঠলো দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের দামামা। নির্বাচনে নিজের শক্ত অবস্থান জানান দিতে  বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার পর থেকে উপজেলা পরিষদ নির্বানের নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ বশিরুল আলম মিয়াজী ৬০ টি গাড়ি বহর প্রায় অর্ধশতাধিক মটর বাইক নিয়ে উপজেলার দাউদকান্দি পৌরসভার রাসেল স্কয়ার, বিশ্বরোড, ইলিয়টগঞ্জ, আমিরাবাদ, বায়নগর পথসভা ও গণসংযোগ করেন।

[৩] বিভিন্ন পথসভায় বক্তৃতা দিতে গিয়ে আলহাজ বশিরুল আলম মিয়াজি আমজনতার উদ্দেশ্যে বলেন," আমি আপনাদের জন্য আমার আয়েশি জীবন ত্যাগ করেছি। আমি আপনাদের সুখ-দু:খের সাথী হয়ে বাকী জীবন বাঁচতে চাই।

[৪] আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। অপরিশোধযোগ্য এ ঋণের দায় কিছুটা মেঠাতে চাই। তাই এ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি।আপনাদের হৃদয়ে সুচিন্তাধারার উদয় হোক। আপনাদের সুচিন্তিত রায় ও একটি ভোট আমাকে আপনাদের সেবক হয়ার সুযোগ করে দিবে।আমি বলতে চাই,সৎ যোগ্য, সজ্জন ও সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিকে পছন্দ করে নির্বাচিত করুন। তিনি আরো বলেন,আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে আগামীর দিনগুলিতে এর চরম মাশুল আপনাদেরই গুণতে হবে।"

[৫] পথসভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী বের করা হয়।

[৬] আমন্ত্রিত অতিথিদের মধ্য বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য পারুল আক্তার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার। অন্যান্যদের বক্তব্য দেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, সাবেক

[৭] চেয়ারম্যান আসলাম মিয়াজী, মো.ছাত্তার তালুকদার,উপজেলা ত্রাণ ও সমাজ সম্পাদক নাসির আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক রহুল আমিন, সাবেক চেয়ারম্যান সোলায়মান মোল্লা, বারো পাড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদার, বিটেশ্বর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, সাবেক জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি খন্দকার শাহজাহান যুবগলীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়