শিরোনাম
◈ জনসভার আগে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান (ভিডিও) ◈ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সাম‌রিক ক্ষমতা কোনও রসিকতা নয়: ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষক ◈ রিয়াল মাদ্রিদকে হারিয়ে বা‌র্সেলোনার মেয়েরাও জিতল স্প‌্যা‌নিশ সুপার কাপ ◈ সারা দেশে বইছে নির্বাচনী হওয়া, তরুণরাই এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে ◈ আবু সাঈদ হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক ◈ রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকৃতির ‘বোমা’ উদ্ধার: ১০ বছর ধরে ব্যবহৃত হতো কাপড় ধোয়ার কাজে ◈ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা: দুই শিশুসহ নিহত ৩ ◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের বিতর্কিত বরকত-রুবেলের দুই প্রতিষ্ঠানের ২৫ কার্যাদেশ বাতিল

এস.এম আকাশ: [২] ফরিদপুরের বিতর্কিত দুই ভাই বরকত ও রুবেলের মালিকানাধীন রাফিয়া কনস্ট্রাকশন ও এসবি ট্রেডার্সের চলমান ২৫টি কাজের কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি কর্তৃপক্ষ।

[৩] ফরিদপুর এলজিইডি অফিস সূত্রে জানা যায়, অবৈধ ক্ষমতার প্রভাব খাটিয়ে এলজিইডির হাজার হাজার কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছিলেন রুবেল ও বরকতের মালিকাধীন রাফিয়া কনস্ট্রাকশন ও এসবি ট্রেডার্স নামের দুইটি প্রতিষ্ঠান। এর মধ্যে বর্তমানে চলমান ৩৮টি কাজের মধ্যে ২৫টির কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি। বাকি কাজগুলোর কার্যাদেশ এই মাসের মধ্যেই বাতিল করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া এলজিইডিতে ওই দুটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আরো কোনো কাজ থাকলে সেগুলোও যাচাই-বাছাই করা হচ্ছে।

[৪] ঢাকার পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) মামলা থেকে জানা যায়, আওয়ামী লীগের বিতর্কিত এই দুই ভাই দলে অনুপ্রবেশ করে টেন্ডারবাজিসহ নানা অপকর্ম করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে ঢাকার কাফরুল থানায় গত ২৬ জুন অবৈধভাবে সম্পত্তি অর্জন ও বিদেশে টাকা পাচারের অভিযোগে ওই দুই ভাইয়ের নামে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়।

গত ২৮ জুন অনুসন্ধানকারী কর্মকর্তা ফরিদপুরে এসে বিষয়টির সত্যতা পান। মামলায় বরকত-রুবেলের স্বীকারোক্তিতে অনেকের নাম এসেছে। সিআইডির তালিকা অনুযায়ী এ পর্যন্ত আটক করা হয়েছে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের সাবেক অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, যুবলীগ নেতা আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি শামীমসহ কয়েকজনকে। এ ছাড়া আটকের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রীর এপিএস এইচ এম ফুয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাইন, সাংবাদিক, ঠিকাদারসহ বেশ কয়েকজন আলোচিত ব্যক্তি।

[৫] এর আগে গত ২৭ মে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহার বাড়িতে হামলার ঘটনায় গত ৭ জুন রাতে বরকত-রুবেলের বদরপুরের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছে থাকা অস্ত্র, গুলি, বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট, এক হাজার ২০০ বস্তা সরকারি চাল, বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরবর্তী সময়ে একে একে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, হত্যাসহ এক ডজন মামলা করা হয়। তাঁরা বিভিন্ন মামলায় রিমান্ড শেষে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়