শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে অভিনেতা ডিপজল ঢাকায়, ফারুক সিঙ্গাপুর

ইমরুল শাহেদ : বলতে গেলে প্রায় কাছাকাছি সময়ে চলচ্চিত্রের তিনজন শিল্পী অসুস্থ হয়েছেন। তবে তিনজনের রোগ তিন ধরনের। অভিনেতা সাদেক বাচ্চু কোভিড আক্রান্ত ছিলেন। তিনি প্রায় চারদিন শ্বাসকষ্টে ভোগার পর সোমবার মৃত্যুর কাছে আত্মসমর্পন করেছেন।

এখন অসুস্থতা নিয়ে হাসপাতালে আছেন ডিপজল ও ফারুক। জানা গেছে, ডিপজলকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের তথ্য অনুসারে মঙ্গলবার তার একটি অপারেশন করা হয়েছে। জায়েদ খান জানান, ডিপজলের শরীরে একটি ফোঁড়ার মতো হয়েছে।

তারই অপারেশন হয়েছে। মনোয়ার হোসেন ডিপজল ঢাকার চলচ্চিত্রের একাধারে অভিনেতা, প্রযোজক ও প্রদর্শক। অন্যদিকে রোববার সকাল সাড়ে ৭টায় একটি কার্গো বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর যান ফারুক। সঙ্গে তার স্ত্রী ফারহানা ফারুকও গেছেন। বিমানবন্দরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি, যাতে দ্রæত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারি।’ দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন ফারুক। এর আগেও কয়েক দফায় এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

এক মাসেরও বেশি সময় ধরে জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসাপাতাল ও এভারকেয়ার হাসপাতাল ঘুরে শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি না ঘটায় সিঙ্গাপুর গেলেন তিনি। গত মঙ্গলবার তার স্ত্রী ফারহানা ফারুক জানান, কয়েকবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে। পরীক্ষায় টাইফয়েডও নেই। শারীরিক কোনও উন্নতি না ঘটায় সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ফারুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়