শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কেউ সদস্য পুলিশে থাকবে না, বললেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

মঈন উদ্দীন: [২] মাদকের সাথে সংশ্লিষ্ট বা মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতাকারি কোন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশে থাকবেনা বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যোগদানের পর রাজশাহী রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

[৩] তিনি আরো বলেন, কোন পুলিশ সদস্য যদি মাদক গ্রহণ করে বা মাদকে সাথে কোনভাবে সংশ্লিষ্ট থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশে থাকার অধিকার তার নেই। পুলিশ সদস্য কোন অন্যায় করে ছাড় পাবে না। পুলিশের দ্বারা যাতে ন্যায় বিচার হয় সেই ব্যাবস্থা করা হবে। সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা দেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিট যদি ব্যবস্থা না নেয় তাহলে রেঞ্জ ডিআইজি কে জানালে ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা করতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে।

[৪] সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। গণমাধ্যম এর মাধ্যমে আমরা সকল খবর জানতে পারি। এজন্য সবাইকে সুষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। তথ্য দিয়ে তাকে সহযোগিতার আহ্বান জানান তিনি। শুরুতেই ডিআইজি গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিত হন। পুলিশ-সাংবাদিক পারস্পারিক পেশাদারিত্ব ঠিক থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

[৫] মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এটিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়