শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল করে কুমির-ভর্তি নদীতে তিমি!

ডেস্ক রিপোর্ট : কুমির-ভর্তি নদীতে ‘ভুল করে’ ঢুকে পড়েছে একটি হাম্পব্যাক তিমি। অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের ঘটনা এটি। বিবিসিকে স্থানীয় কর্মকর্তারা জানান, তিমিটি ওই নদীতে প্রায় ৩০ কিমি পাড়ি দিয়েছে, তারা চেষ্টা করছেন সঠিক পথে ফিরিয়ে নিতে।

বিশেষজ্ঞরা মনে করেন, সমুদ্রে বার্ষিক অভিবাসনকালে অনেক সময় কিছু তিমি ‘ভুল বাঁক’ নেয়। দুটি তিমি সাঁতরে নদী থেকে বের হয়ে আসলেও এখনো কমপক্ষে একটি রয়ে গেছে।

অস্ট্রেলিয়ায় কুমির-ভর্তি নদীর এত গভীরে তিমি ঢুকে পড়ার প্রথম জ্ঞাত ঘটনা এটি। তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ১৬ মিটার বা ৫২ ফুট। বিশালাকৃতির এ স্তন্যপায়ীকে কুমির বিরক্ত করবে না বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা সোমবার আশঙ্কা প্রকাশ করে জানান, বিপদ আসতে পারে অগভীর পানিতে তিমিটি আটকে পড়লে।

গত সপ্তাহে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জাতীয় উদ্যান কাকাডু ন্যাশনাল পার্কে প্রবাহিত ইস্ট এলিগেটর নদীতে পর্যটকেরা নৌ বাইতে গিয়ে তিমিটি দেখেন।

বাস্তুসংস্থান বিজ্ঞানী ক্যারল পালমার বলেন, এমন ঘটনা আগে রেকর্ড করা হয়নি। শুধু উত্তর অঞ্চলেই নয়, পুরো অস্ট্রেলিয়ায় প্রথম। আসলেই এটি অস্বাভাবিক ঘটনা।

ধারণা করা হচ্ছে, দক্ষিণে অ্যান্টার্কটিকার দিকে যাচ্ছিল হাম্পব্যাক তিমির দল। কিন্তু ভুল করে কোনো মোহনা দিয়ে নদীতে ঢুকে পড়ে এটি। খাবারের সন্ধানে অ্যান্টার্কটিকায় ফিরে যাওয়ার আগে সন্তান জন্ম দেওয়ার জন্য তিমিরা বসন্তকালে অস্ট্রেলিয়ায় উষ্ণ জলে চলে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়