শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল করে কুমির-ভর্তি নদীতে তিমি!

ডেস্ক রিপোর্ট : কুমির-ভর্তি নদীতে ‘ভুল করে’ ঢুকে পড়েছে একটি হাম্পব্যাক তিমি। অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের ঘটনা এটি। বিবিসিকে স্থানীয় কর্মকর্তারা জানান, তিমিটি ওই নদীতে প্রায় ৩০ কিমি পাড়ি দিয়েছে, তারা চেষ্টা করছেন সঠিক পথে ফিরিয়ে নিতে।

বিশেষজ্ঞরা মনে করেন, সমুদ্রে বার্ষিক অভিবাসনকালে অনেক সময় কিছু তিমি ‘ভুল বাঁক’ নেয়। দুটি তিমি সাঁতরে নদী থেকে বের হয়ে আসলেও এখনো কমপক্ষে একটি রয়ে গেছে।

অস্ট্রেলিয়ায় কুমির-ভর্তি নদীর এত গভীরে তিমি ঢুকে পড়ার প্রথম জ্ঞাত ঘটনা এটি। তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ১৬ মিটার বা ৫২ ফুট। বিশালাকৃতির এ স্তন্যপায়ীকে কুমির বিরক্ত করবে না বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা সোমবার আশঙ্কা প্রকাশ করে জানান, বিপদ আসতে পারে অগভীর পানিতে তিমিটি আটকে পড়লে।

গত সপ্তাহে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জাতীয় উদ্যান কাকাডু ন্যাশনাল পার্কে প্রবাহিত ইস্ট এলিগেটর নদীতে পর্যটকেরা নৌ বাইতে গিয়ে তিমিটি দেখেন।

বাস্তুসংস্থান বিজ্ঞানী ক্যারল পালমার বলেন, এমন ঘটনা আগে রেকর্ড করা হয়নি। শুধু উত্তর অঞ্চলেই নয়, পুরো অস্ট্রেলিয়ায় প্রথম। আসলেই এটি অস্বাভাবিক ঘটনা।

ধারণা করা হচ্ছে, দক্ষিণে অ্যান্টার্কটিকার দিকে যাচ্ছিল হাম্পব্যাক তিমির দল। কিন্তু ভুল করে কোনো মোহনা দিয়ে নদীতে ঢুকে পড়ে এটি। খাবারের সন্ধানে অ্যান্টার্কটিকায় ফিরে যাওয়ার আগে সন্তান জন্ম দেওয়ার জন্য তিমিরা বসন্তকালে অস্ট্রেলিয়ায় উষ্ণ জলে চলে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়