শিরোনাম
◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল ◈ পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্যে নতুন অধ্যায়: করাচি-চট্টগ্রাম শিপিং সেবা চালু ◈ ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: অভিযোগপত্রে যা বলেছে ডিবি ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে এখন সবার একটি স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি : প্রেস সচিব  ◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ৯২% কোভিড রোগীর সংক্রমণের উপসর্গ নেই, লোকসভায় বললেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

রাশিদুল ইসলাম : [২] ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, এখনও ৫.৮ শতাংশ কোভিড রোগীর কৃত্রিম অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়েছে। ইনটেনসিভ কেয়ারে ভর্তি করতে হয়েছে ১.৭ শতাংশকে। হর্ষবর্ধন বলেন, উপসর্গহীন রোগীদের সংক্রমণের মাত্রাও খুব কম। টাইমস অব ইন্ডিয়া

[৩] ভারতে ঠিক কত শতাংশ করোনা রোগীর উপসর্গ রয়েছে এবং কত শতাংশের উপসর্গ নেই, সংক্রমণের মাত্রাও কতটা সেই সবই বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে সমীক্ষা চালানো হয়েছে, জানান হর্ষবর্ধন। বিভিন্ন এপিডেমোলজিক্যাল প্যারামিটার যথা সংক্রমণ কী হারে ছড়াচ্ছে (ট্রান্সমিশন রেট), একজনের থেকে কতজন সংক্রামিত হচ্ছেন, ভাইরাল শেডিং অর্থাৎ একজনের শরীর থেকে রোগের জীবাণু কী পরিমাণে বাইরে ছড়িয়ে পড়ছে, এইসবই গবেষণা করে দেখা হচ্ছে।

[৪] স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, সংক্রমণের লক্ষণ প্রকাশ পেলে ১৪ দিনের মধ্যে নানা রোগে আক্রান্ত হচ্ছেন রোগী। জ্বর, শুকনো কাশি, শ্বাসের সমস্যা এগুলো প্রাথমিক উপসর্গ। তবে দেশে বেশিরভাগ করোনা রোগীরই শরীরে সংক্রমণের মাত্রা মৃদু বা মাঝারি বলেই বলেই দাবি করেছেন তিনি।

[৫] সমীক্ষায় দেখা গেছে, ২৫.৯৩ শতাংশ করোনা রোগীর শরীরের তাপমাত্রা বেড়েছে, জ্বর বা নিউমোনিয়ার লক্ষণ দেখা গেছে। ১৭.১৮ শতাংশ রোগীর শুকনো কাশি রয়েছে। অন্তত ৭.৮৩ শতাংশ রোগী তীব্র গলা ব্যথা বা গলায় সংক্রমণ ধরা পড়েছে এবং ৫.৫৪ শতাংশের শ্বাসের সমস্যা রয়েছে। কোভিড রোগীদের একটা বড় অংশের মধ্যে খাদ্যনালীর সংক্রমণ বা পেটের রোগ, স্বাদ ও গন্ধ চলে যাওয়ার মতো উপসর্গও দেখা গেছে। এই লক্ষণগুলো দেখেই রোগীদের কোভিড টেস্ট করা হয়েছিল এবং সেই রিপোর্ট পজিটিভ আসে। কনট্যাক্ট ট্রেসিংয়েও রোগের এই উপসর্গগুলো দেখেই রোগীদের চিহ্নিত করা হয়। কিন্তু সমস্যা তৈরি হয় উপসর্গহীনদের নিয়ে। অগস্ট মাসের আগে অবধি দেশজুড়ে সমীক্ষা চালিয়ে দেখা গেছে ৮০-৯০% করোনা রোগীই উপসর্গহীন। যেহেতু রোগের কোনও লক্ষণ দেখা যায়নি তাই এদের বেশিরভাগকেই চিহ্নিত করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়