শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ চত্বরে বৃক্ষরোপণ

মনিরুল ইসলাম : [২] বৃক্ষরোপণ শেষে সংসদ সদস্যরা বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো বাংলাদেশ একদিন সবুজের সমারোহে পরিণত হবে। সময় পেলেই তিনি বৃক্ষরোপণ করেছেন। মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২৬ জুলাই ২০২০ থেকে শুরু হওয়া ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে আজ সোমবার ১৪ সেপ্টেম্বর বৃক্ষের চারা রোপণ করেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, মো. শহিদুল ইসলাম (বকুল) এমপি এবং সৈয়দা জোহা আলাউদ্দিন এমপি।

[৩] তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকেই বৃক্ষরোপণে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে প্রাকৃতিক ভারসাম্য আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বন্যা, দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ আমাদের দিকে সবসময় বন্ধুর মত পাশে দাঁড়িয়েছে। সুন্দরবন ভয়াবহ দুর্যোগগুলোতে আমাদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি কমাতে ঢাল হিসেবে বিশাল ভূমিকা রেখেছে।

[৩] তারা আরও বলেন, বৃক্ষরোপণ জনপদ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের দেশের ১৬ কোটির অধিক জনসংখ্যা, প্রত্যেকে একটি করে গাছ লাগালে দেশে কমপক্ষে ষোল কোটি গাছ বৃদ্ধি পাবে। বৃক্ষরোপনের মাধ্যমে আমরা সারা বিশ্বে পরিবেশগত পরিবর্তন আনবো। সারা পৃথিবীর মানুষ সুখী, সমৃদ্ধশালী, সুন্দর জীবনযাপন করতে আমাদের এই গাছ অক্সিজেন ছড়িয়ে দেবে। বৃক্ষরোপণের মাধ্যমে সমাজিক বনায়ন বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে ও পরিবেশকে সবুজ রাখবে।

[৪] উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক-২০২০ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম চলমান রয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়