শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ চত্বরে বৃক্ষরোপণ

মনিরুল ইসলাম : [২] বৃক্ষরোপণ শেষে সংসদ সদস্যরা বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো বাংলাদেশ একদিন সবুজের সমারোহে পরিণত হবে। সময় পেলেই তিনি বৃক্ষরোপণ করেছেন। মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২৬ জুলাই ২০২০ থেকে শুরু হওয়া ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে আজ সোমবার ১৪ সেপ্টেম্বর বৃক্ষের চারা রোপণ করেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, মো. শহিদুল ইসলাম (বকুল) এমপি এবং সৈয়দা জোহা আলাউদ্দিন এমপি।

[৩] তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকেই বৃক্ষরোপণে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে প্রাকৃতিক ভারসাম্য আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বন্যা, দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ আমাদের দিকে সবসময় বন্ধুর মত পাশে দাঁড়িয়েছে। সুন্দরবন ভয়াবহ দুর্যোগগুলোতে আমাদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি কমাতে ঢাল হিসেবে বিশাল ভূমিকা রেখেছে।

[৩] তারা আরও বলেন, বৃক্ষরোপণ জনপদ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের দেশের ১৬ কোটির অধিক জনসংখ্যা, প্রত্যেকে একটি করে গাছ লাগালে দেশে কমপক্ষে ষোল কোটি গাছ বৃদ্ধি পাবে। বৃক্ষরোপনের মাধ্যমে আমরা সারা বিশ্বে পরিবেশগত পরিবর্তন আনবো। সারা পৃথিবীর মানুষ সুখী, সমৃদ্ধশালী, সুন্দর জীবনযাপন করতে আমাদের এই গাছ অক্সিজেন ছড়িয়ে দেবে। বৃক্ষরোপণের মাধ্যমে সমাজিক বনায়ন বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে ও পরিবেশকে সবুজ রাখবে।

[৪] উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক-২০২০ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম চলমান রয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়