শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসলিম পুরুষ দ্বিতীয় বিবাহ করতেই পারেন তবে প্রথম স্ত্রীকে নিষ্ঠুরতা দেখানো হয় : কর্নাটক হাইকোর্ট

রাশিদুল ইসলাম : [২] ২০১৪ সালের জুলাই মাসে রমজানবাইকে শরিয়া আইন মেনে বিবাহ করেন ইউসুফপ্যাটেল পাতিল। ইউসুফপ্যাটেল উত্তর কর্নাটকের বিজয়পুরার বাসিন্দা। তার বিয়ে হয়েছিল বেঙ্গালুরুতে। প্রথম বিয়ের কিছুদিন পরে তিনি আর একটি বিবাহ করেন। এরপরে রমজানবাই নিম্ন আদালতে আবেদন করেন, তার বিয়ে নাকচ করা হোক। অভিযোগ, স্বামী তার প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন। তাকে পরিত্যাগ করেছেন। নিম্ন আদালত তার আবেদন মেনে নেয়। টাইমস অব ইন্ডিয়া

[৩] ইউসুফপ্যাটেল হাইকোর্টে আবেদন করে বলেন, প্রথম স্ত্রীকে তিনি ভালবাসেন। শনিবার হাইকোর্টের কালাবুর্গি ডিভিশনাল বেঞ্চ সেই আবেদন বাতিল করে দেয়। বিচারপতিরা বলেন, আইনত কোনও মুসলিম পুরুষ দ্বিতীয় বিবাহ করতেই পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাতে প্রথম স্ত্রীর ওপরে নিষ্ঠুরতা দেখানো হয়। ফলে তিনি যদি নিষ্ঠুরতার অভিযোগে বিবাহ বিচ্ছেদ চান, তা মেনে নিতে হয়।

[৪] ইউসুফপ্যাটেল হাইকোর্টে বলেন, তার বাবা-মায়ের চাপেই তিন দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হন। তার বাবা-মা যথেষ্ট প্রভাবশালী। পরে তিনি বলেন, শরিয়া আইন অনুযায়ী মুসলিম পুরুষ একাধিক বিবাহ করতে পারে। তাতে কোনও স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা প্রকাশ করা বোঝায় না। হাইকোর্টের বেঞ্চ এই যুক্তি মানতে অস্বীকার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়