শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে সিথিলতা, দুই রো খালি রাখার নির্দেশ

লাইজুল ইসলাম : [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ৭৫ শতাংশের বেশি যাত্রী পরিবহন করা যাবে না এই নির্দেশনা তুলে নেয়া হয়েছে। যাত্রী প্রত্যেক সিটে বসাতে পারবে তবে এ ক্ষেত্রেও কয়েকটি নতুন নিয়ম মানতে হবে।

[৩] তিনি বলেন, আগে যাত্রীদের হ্যান্ড গ্লাভ্স ও মাস্ক দেয়া হতো। এখন তার সঙ্গে ফেইস সিলড দেয়া হবে। এতে যাত্রীদের নিরাপত্তা আরো বাড়বে। আর বিমানের সামনে বা পেছনে খালি দুই রোতে কোনো যাত্রী অসুস্থ্য বোধ করলে বসাতে হবে।

[৪] তিনি বলেন, আমরা শুধু ৭৫ শতাংশ যাত্রী পরিবহনে বিধি-নিষেধ সিথিল করেছি। অপর দিকে নিরাপত্তা আরো বৃদ্ধি করেছি। তবে পাশাপাশি সিটে বসানোর সিদ্ধান্তে কিছুটা যাত্রীর সংখ্যা বাড়বে।

[৫] মফিদুর রহমান বলেন, উড়োজাহাজ সংস্থাগুলোর চাহিদা ও যাত্রী বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উড়োজাহাজ বৃদ্ধি করা সম্ভব না। তবে কিছুটা যাত্রী বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর যাত্রী হ্যান্ডেল ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

[৬] তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশে যাতায়াতের ক্ষেত্রে ৭৫ শতাংশই মানতে হবে। বড় বিমানে ২৬০ ও ছোট বিমানে ১৪০ যাত্রী বহন করতে পারবে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়