শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে সিথিলতা, দুই রো খালি রাখার নির্দেশ

লাইজুল ইসলাম : [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ৭৫ শতাংশের বেশি যাত্রী পরিবহন করা যাবে না এই নির্দেশনা তুলে নেয়া হয়েছে। যাত্রী প্রত্যেক সিটে বসাতে পারবে তবে এ ক্ষেত্রেও কয়েকটি নতুন নিয়ম মানতে হবে।

[৩] তিনি বলেন, আগে যাত্রীদের হ্যান্ড গ্লাভ্স ও মাস্ক দেয়া হতো। এখন তার সঙ্গে ফেইস সিলড দেয়া হবে। এতে যাত্রীদের নিরাপত্তা আরো বাড়বে। আর বিমানের সামনে বা পেছনে খালি দুই রোতে কোনো যাত্রী অসুস্থ্য বোধ করলে বসাতে হবে।

[৪] তিনি বলেন, আমরা শুধু ৭৫ শতাংশ যাত্রী পরিবহনে বিধি-নিষেধ সিথিল করেছি। অপর দিকে নিরাপত্তা আরো বৃদ্ধি করেছি। তবে পাশাপাশি সিটে বসানোর সিদ্ধান্তে কিছুটা যাত্রীর সংখ্যা বাড়বে।

[৫] মফিদুর রহমান বলেন, উড়োজাহাজ সংস্থাগুলোর চাহিদা ও যাত্রী বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উড়োজাহাজ বৃদ্ধি করা সম্ভব না। তবে কিছুটা যাত্রী বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর যাত্রী হ্যান্ডেল ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

[৬] তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশে যাতায়াতের ক্ষেত্রে ৭৫ শতাংশই মানতে হবে। বড় বিমানে ২৬০ ও ছোট বিমানে ১৪০ যাত্রী বহন করতে পারবে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়