শিরোনাম
◈ ম‌্যান‌চেস্টার সি‌টির জা‌র্সিতে ইং‌লিশ লি‌গে হালান্ডের শত গোলের রেকর্ড  ◈ যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে ◈ হালা‌ন্ডের গো‌লের রেকর্ড, ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয় ◈ আতলেতিকোকে ৩-১ গো‌লে হারা‌লো বার্সেলোনা  ◈ টাকা দরপতনে বিনিয়োগকারীরা দিশেহারা, সর্বস্বান্ত হয়েছেন অনেকে ◈ মারা গে‌ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ ◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে সিথিলতা, দুই রো খালি রাখার নির্দেশ

লাইজুল ইসলাম : [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ৭৫ শতাংশের বেশি যাত্রী পরিবহন করা যাবে না এই নির্দেশনা তুলে নেয়া হয়েছে। যাত্রী প্রত্যেক সিটে বসাতে পারবে তবে এ ক্ষেত্রেও কয়েকটি নতুন নিয়ম মানতে হবে।

[৩] তিনি বলেন, আগে যাত্রীদের হ্যান্ড গ্লাভ্স ও মাস্ক দেয়া হতো। এখন তার সঙ্গে ফেইস সিলড দেয়া হবে। এতে যাত্রীদের নিরাপত্তা আরো বাড়বে। আর বিমানের সামনে বা পেছনে খালি দুই রোতে কোনো যাত্রী অসুস্থ্য বোধ করলে বসাতে হবে।

[৪] তিনি বলেন, আমরা শুধু ৭৫ শতাংশ যাত্রী পরিবহনে বিধি-নিষেধ সিথিল করেছি। অপর দিকে নিরাপত্তা আরো বৃদ্ধি করেছি। তবে পাশাপাশি সিটে বসানোর সিদ্ধান্তে কিছুটা যাত্রীর সংখ্যা বাড়বে।

[৫] মফিদুর রহমান বলেন, উড়োজাহাজ সংস্থাগুলোর চাহিদা ও যাত্রী বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উড়োজাহাজ বৃদ্ধি করা সম্ভব না। তবে কিছুটা যাত্রী বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর যাত্রী হ্যান্ডেল ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

[৬] তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশে যাতায়াতের ক্ষেত্রে ৭৫ শতাংশই মানতে হবে। বড় বিমানে ২৬০ ও ছোট বিমানে ১৪০ যাত্রী বহন করতে পারবে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়