শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ সেপ্টেম্বর থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ: মেয়র আতিকুল

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ১৫ সেপ্টেম্বর থেকে যত ধরনের অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড আছে সেগুলো উচ্ছেদ করা হবে।

[৩] তিনি আরও বলেন, আগামীকাল এবং পরশুর মধ্যে এসব সাইনবোর্ড, বিলবোর্ডের অনুমোদন নিয়ে নিন। যারা অনুমোদন নেবেন তাদের সাইনবোর্ড, বিলবোর্ড ভাঙা হবে না। যতই ক্ষমতাবান হন না কেন, ১৫ তারিখ থেকে অবৈধগুলো ভেঙে দেওয়া হবে।

[৪] মেয়র বলেন, আমরা শহরে সুন্দরভাবে থাকতে চাই, কিন্তু কেউ কেউ নিজের স্বার্থে সকলের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন। অনেকে বড় বড় হাউজিং করছেন, প্রজেক্ট সাইন, ব্যানার, সাইনবোর্ড দিয়ে লিখে রেখেছেন, ব্যবসা করছেন।

[৫] তিনি বলেন, ব্যবসা করেন ভালো কথা, কিন্তু সেটারও ট্যাক্স দিতে হবে। ঢাকা শহরকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন করছি, ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষার জন্য কাজ করছি, বর্জ্য অপসারণে কাজ করছি। কিন্তু ট্যাক্স দেবো না, এটা হতে পারে না।

[৬] শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করে মেয়র বলেন, ঢাকার পার্ক, খেলার মাঠ উন্নয়নে আনিস ভাইয়ের স্বপ্ন ছিল। তার প্রতিটি স্বপ্নকে আমরা একে একে সফল করবো।

[৭] তিনি আরও বলেন, এই পার্কে ১৭শ’ গাছ আছে। কোনো গাছ কাটা হয়নি। জনগণকে, স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করে এ পার্কের ডিজাইন করা হয়েছে। পার্কে ইনডোর জিমনেশিয়াম আছে। আউটডোরেও জিমনেশিয়াম আছে। পার্কের ভেতরে একটি কফি শপও রয়েছে। পার্কে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। এখানে একটি মুজিব কর্নার এবং লাইব্রেরি আছে।

[৮] আতিকুল ইসলাম বলেন, বাকি ২৭টি পার্ক ও খেলার মাঠ দ্রুত উদ্বোধনে টিমকে প্রেশার দিচ্ছি। দখলে থাকা পার্ক, খেলার মাঠ উদ্ধারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কারণ পার্ক, খেলার মাঠ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি সিটি করপোরেশনের সম্পত্তি। কেউ এগুলো দখলে রাখতে পারবে না।

[৯] পাঁচটি পার্ক করতে গিয়ে দেখা গেলো যে, দখলদাররা কন্ট্রাক্টরকে কাজ করতে দিচ্ছে না। দখলদারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দ্রুত এসব ছেড়ে দিন। পার্কগুলোর ডিজাইন যখন করেছি, অর্থ বরাদ্দ যখন দিয়েছি, এইবার কিন্তু হবেই হবে।

[১০] মেয়র বলেন, আমার দায়িত্ব ঢাকা শহরকে পরিষ্কার রাখা। শহরকে পরিষ্কার রাখতে কাজ করছি। জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলা আর সোনার বাংলার রাজধানী এই ঢাকা শহর। ঢাকা শহরকে পরিষ্কার রাখতেই হবে।

[১১] তিনি বলেন, আপনারা দেখেছেন ফুটপাতের মধ্যে রড-বালি-ইট ইত্যাদি দিয়ে সড়ক ও ফুটপাত দখলে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে নির্মাণ সামগ্রী নিলামে দিয়েছি। অভিযান চলমান থাকবে। যারা রাস্তা-ফুটপাতে নির্মাণসামগ্রী রেখেছেন, দয়া করে সরিয়ে নিন।

[১২] ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাহিদ এজাহার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ, স্থপতি ইকবাল হাবিবসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়