শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাকা হাতিয়ে নেয়ার অভিযাগে বাঘারপাড়ায় ভুয়া এনজিও ম্যানেজার আটক

আজিজুল ইসলাম: [২] বাঘারপাড়ায় সূর্যের আলো সমবায় সমিতি লিঃ নামে এক এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শুক্রবার সমিতির ম্যানেজার আসলামকে আটক করেছে পুলিশ। বিষয়টি জানাজানি হলে থানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত কয়েক'শ নারী-পুরুষ। বিচারের আশ্বাস দিয়ে তাদের নিবৃত করেন থানার ওসি সৈয়দ আল মামুন।

[৩] প্রতারক আসলাম বাসুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে ।

[৪] বিগত দুই মাস ধরে বাঘারপাড়ার হাজি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় জননী কম্পিউটার রুমের একাংশ ভাড়া নিয়ে সমিতির কার্যক্রম শুরু করে প্রতারক চক্র। মাসিক ৮ হাজার টাকা বেতনে ১০ মহিলা কর্মী নিয়াগ দিয়ে সাধারণ মানুষক ঋণ দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। কর্মীদের ৮ হাজার টাকায় নিয়োগ দেয়া হলেও প্রথম মাসেই দেয়া হয় ৫ হাজার টাকা।

[৫] এদিকে হতদরিদ্র গ্রাহকরা ঋণের আশায় টাকা লগ্নি করে বেকায়দায় পড়েছেন। কিন্তু সূর্যের আলো সমবায় সমিতির প্রতারণা ফাঁস হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। সমিতির প্রতারণার খবরে থানায় এসে কাঁন্নায় ভেঙ্গে পড়েন ভোক্তভোগীরা।

[৬] এদিকে প্রতারনার বিষয়টি জানতেন না নিয়োগ পাওয়া ১০ নারী কর্মী। তাদের ৮ হাজার টাকা বেতনের কথা বলে দেয়া হয়েছে ৫ হাজার টাকা। এখন তারা গ্ৰাহকের ক্ষোভের মুখে পড়েছেন। টাকা লগ্নিকারীরা এসবের জন্য তাদেরকেই দুষলেও ওই প্রতারককে নারী কর্মীরা ধরিয়ে দিতে ভূমিকা রেখেছে ।

[৭] সমিতির নারী কর্মী উপজেলার দোহাকুলা গ্রামের নীলা খাতুন জানান, আমরা বুঝতে পারিনি আমাদের নিয়োগ দিয়ে এমন প্রতারণার ফাঁদপাতা হয়ছিল। একই কথা বলেন, অপর নারী কর্মী ইদ্রা ও দোহাকুলা গ্রামের দুই সুরাইয়া। কথিত ম্যানজারকে থানায় আনার পর ১০ নারী কর্মীরা থানায় উপস্থিত হয়ে প্রতারণার বিচার দাবি করেন।

[৮] বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

[৯] উপজেলা নিবার্হী অফিসার তানিয়া আফরোজ বলেন, ‘প্রতারক আসলামকে আটকের বিষয়টি আমাকে জানিয়েছেন ওসি। এ বিষয়ে প্রয়াজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়