রহিদুল খান : [২] শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ২৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শনিবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়।
[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, শুক্রবার রাতে যশোর, মাগুরা ও নড়াইল জেলার ২২০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬৪টি নমুনা; যার ২৫টি পজেটিভ ফল দেয়।এছাড়া মাগুরার ৪০টি নমুনা পরীক্ষা করে তিনটি এবং নড়াইলের ১৬টি নমুনা পরীক্ষা করে একটি পজেটিভ পাওয়া যায়।
[৪] পরীক্ষার ফল সকালেই তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্তের ব্যক্তির সংখ্যা ছিল তিন হাজার ৬১২। এদের মধ্যে দুই হাজার ৩২১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪২ জন। সম্পাদনা: সাদেক আলী