শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষখেকো পিরানহা মাছ বিক্রি করায় আটক ৫, বিভিন্ন মেয়াদে সাজা

অনলাইন ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর বিক্রি এবং মাছে রং মেশানোর অভিযোগে পাঁচজনকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা হয় বিপুল পরিমাণ মাছ। এদিকে পচা মাংস রাখার অভিযোগে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাব। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আরটিভি

এক ঝাঁক পিরানহা মাছ নিমেষেই কঙ্কাল বানিয়ে ফেলতে পারে একজন মানুষকে। পৃথিবীর অন্যতম ভয়ংকর মানুষখেকো এ মাছ বহু দেশে উৎপাদন ও বিপণন নিষিদ্ধ। বাংলাদেশেও কয়েক বছর আগে নিষিদ্ধ করা হয় এ মাছ। কিন্তু দেশের বিভিন্ন স্থানে গোপনে চাষ করা হয় পিরানহা। রূপচাঁদা বলে বিক্রি করা হয় বেশি দামে। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের অভিযানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

মাছ বিক্রেতারা জানান, এইটা পিরানহা মাছ আমরা রূপচাঁদা বলে বিক্রি করি। এটা রঙ দেওয়া মাছ জানি, তবে রঙের যে আইন আছে বা অবৈধ আমরা জানি না।

ঢাকা জেলার মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, এ মাছ যেমন মানুষের জন্য ঝুঁকিপূর্ণ তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর। এটা মানবদেহের চেয়ে পরিবেশের ক্ষতি বেশি করে। আমাদের যে লোকাল পরিবেশ আছে এটার জন্য খুবই ক্ষতিকর। অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ রাক্ষুসে বিদেশি মাগুর। জব্দ করা হয় ক্ষতিকর রং দেয়া বিপুল পরিমাণ পোমা মাছ।

এসব অভিযোগে পাঁচজনকে আটক করে, বিভিন্ন মেয়াদে সাজা দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, এই পিরানহা মাছ কোনোভাবে চাষ করা যাবে না, বিক্রি করা যাবে না। এই পিরানহা মাছ বাজারে এবং হোটেলে বিক্রি করা হয়। এই তিন ধরনের অপরাধ আমরা পেয়েছি। এই অপরাধ থাকার কারণে এখানে মোট পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এদিকে রাজধানীর কারওয়ান বাজারে মেয়াদ উত্তীর্ণ পচা মাংস প্যাকেট করে বিক্রির অভিযোগে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়