শিরোনাম
◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার ◈ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা ◈ শহীদ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে জাতীয় সংস্কৃতির অংশ করার উদ্যোগ নিয়েছে: মির্জা ফখরুল

শরীফ শাওন: [২] বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার গুম, বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও দখলবাজীকে জাতীয় সংস্কৃতির অংশ করতে সর্বপ্রকার উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষমতা দখলকারী আওয়ামী সরকার ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুত ও বিশুদ্ধ পানির অভাবে জনগণ দুর্বিষহ হয়ে পড়েছে। এসকল ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালতে নামঞ্জুর সরকারের প্রাত্যহিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।

[৪] তিনি বলেন, এসকল কর্মকাÐ সফল করতে ইতোমধ্যে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।

[৫] চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুক্রবার এক বিবৃতিতে বিএনপি’র মহাসচিব এসব কথা বলেন।

[৬] তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসকল অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের হাতে ক্ষমতা ছেড়ে না দিলে অবৈধ শাসনের ক্ষমতার তাসের ঘর যেকোনো সময় ভেঙে পড়বে। এসময় তিনি বিএনপি নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়