শিরোনাম
◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা ◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে জাতীয় সংস্কৃতির অংশ করার উদ্যোগ নিয়েছে: মির্জা ফখরুল

শরীফ শাওন: [২] বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার গুম, বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও দখলবাজীকে জাতীয় সংস্কৃতির অংশ করতে সর্বপ্রকার উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষমতা দখলকারী আওয়ামী সরকার ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুত ও বিশুদ্ধ পানির অভাবে জনগণ দুর্বিষহ হয়ে পড়েছে। এসকল ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালতে নামঞ্জুর সরকারের প্রাত্যহিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।

[৪] তিনি বলেন, এসকল কর্মকাÐ সফল করতে ইতোমধ্যে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।

[৫] চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুক্রবার এক বিবৃতিতে বিএনপি’র মহাসচিব এসব কথা বলেন।

[৬] তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসকল অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের হাতে ক্ষমতা ছেড়ে না দিলে অবৈধ শাসনের ক্ষমতার তাসের ঘর যেকোনো সময় ভেঙে পড়বে। এসময় তিনি বিএনপি নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়