শিরোনাম
◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০ ◈ মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল, দেশীয় উৎপাদনেও বড় ছাড়: প্রেসসচিব ◈ মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির দুই নেতার আবেদন বাতিল ◈ কমালো সঞ্চয়পত্রের মুনাফার হার, আজ থেকেই কার্যকর ◈ বাংলাদেশ–নেপালের নির্বাচন থেকে মোদির রাজনৈতিক ভবিষ্যৎ: নতুন বছরে দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রে যে ৫ বিষয় ◈ এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ টেক্সাসে ৮ দিন পর নিখোঁজ কিশোরী ক্যামিলার মরদেহ উদ্ধার ◈ নির্বাচনী রাজনীতিতে চাঙ্গা বিএনপি, জামায়াতও দিলো চমক ◈ বি‌পিএল: নাটকীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রা‌নে হারা‌লো সি‌লেট টাইটান্স

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে জাতীয় সংস্কৃতির অংশ করার উদ্যোগ নিয়েছে: মির্জা ফখরুল

শরীফ শাওন: [২] বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার গুম, বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও দখলবাজীকে জাতীয় সংস্কৃতির অংশ করতে সর্বপ্রকার উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষমতা দখলকারী আওয়ামী সরকার ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুত ও বিশুদ্ধ পানির অভাবে জনগণ দুর্বিষহ হয়ে পড়েছে। এসকল ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালতে নামঞ্জুর সরকারের প্রাত্যহিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।

[৪] তিনি বলেন, এসকল কর্মকাÐ সফল করতে ইতোমধ্যে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।

[৫] চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুক্রবার এক বিবৃতিতে বিএনপি’র মহাসচিব এসব কথা বলেন।

[৬] তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসকল অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের হাতে ক্ষমতা ছেড়ে না দিলে অবৈধ শাসনের ক্ষমতার তাসের ঘর যেকোনো সময় ভেঙে পড়বে। এসময় তিনি বিএনপি নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়