শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় টিউটরিং প্ল্যাটফর্ম দীক্ষার যাত্রা শুরু

শরীফ শাওন: [২] প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা রিনা খানম বলেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী নিজেদের সুবিধামতো সময়ে ক্লাস করতে পারবেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানেই অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম জনপ্রিয়। করোনাকালীন আমরা সবাই অনলাইন ক্লাসের সঙ্গে পরিচিত।

[৩] চিফ টেকনিক্যাল অফিসার রায়হান আল ইসলাম বলেন, ক্লাস ছাড়াও ট্রেনিং, ইনডিভিজুয়াল কোর্স পরিচালনায় দীক্ষা ক্লাসরুমকে কাজে লাগানো সম্ভব। বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত ভালো ফিচারগুলো এতে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। আরও উন্নত করতে প্রতিনিয়ত চেষ্টা চলছে।

[৪] শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীক্ষার আত্মপ্রকাশের মধ্য দিয়ে তারা এসব কথা বলেন।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় সাড়ে চার হাজার শিক্ষক দীক্ষার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা বিষয়ক সাপোর্ট দিতে তারা সব সময় চেষ্টা করছেন। এখানকার অনেক শিক্ষক দেশের বাইরেও পাঠদান করছেন, যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আসছে।

[৬] বিশেষজ্ঞদের মতে, দীক্ষার মতো একটি দেশি সফটওয়্যার শিক্ষাক্ষেত্রের সর্বত্র ব্যবহার নিশ্চিত করা গেলে দেশ উপকৃত হবে। পাশাপাশি দেশের শিক্ষক-শিক্ষার্থীরা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবে। দীক্ষার সব তথ্য পাওয়া যাবে (http://www.dikkha.com) ওয়েবসাইট থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়