শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের চাক্কু আরিফসহ দুজন অস্ত্রসহ গ্রেপ্তার

ইসমাঈল ইমু: [২] রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- আরিফুল ইসলাম জয় ওরফে চাক্কু আরিফ, অন্যজন জোবায়ের হোসেন। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।

[৩] র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, শুক্রবার ভোরে মিরপুর-১২ নম্বরের বেগম রোকেয়া সড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিনতাইকারীদের কাছ থেকে একটি শুটার গান, একটি ছোরা, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

[৪] গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, তারা অস্ত্র দেখিয়ে সংঘবদ্ধভাবে রাজধানী মিরপুর, আমিনবাজার, বেড়িবাঁধ, রূপনগর, পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। অস্ত্রধারী হওয়ায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পেতো না।

[৫] এমনকি কেউ কোনো কথা বললেও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখাত। তাদের বিরুদ্ধে পল্লবী, রূপনগর ও মিরপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। নিয়মিত চাকু ব্যবহার করে ছিনতাই করায় আরিফের নাম চাক্কু আরিফ নামে পরিচিতি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়