শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের চাক্কু আরিফসহ দুজন অস্ত্রসহ গ্রেপ্তার

ইসমাঈল ইমু: [২] রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- আরিফুল ইসলাম জয় ওরফে চাক্কু আরিফ, অন্যজন জোবায়ের হোসেন। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।

[৩] র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, শুক্রবার ভোরে মিরপুর-১২ নম্বরের বেগম রোকেয়া সড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিনতাইকারীদের কাছ থেকে একটি শুটার গান, একটি ছোরা, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

[৪] গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, তারা অস্ত্র দেখিয়ে সংঘবদ্ধভাবে রাজধানী মিরপুর, আমিনবাজার, বেড়িবাঁধ, রূপনগর, পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। অস্ত্রধারী হওয়ায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পেতো না।

[৫] এমনকি কেউ কোনো কথা বললেও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখাত। তাদের বিরুদ্ধে পল্লবী, রূপনগর ও মিরপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। নিয়মিত চাকু ব্যবহার করে ছিনতাই করায় আরিফের নাম চাক্কু আরিফ নামে পরিচিতি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়